সিরিয়াল

“দুপুর ঠাকুরপো বানানোর ইচ্ছে নাকি”, মিঠাইকে রাতে ঘুমনোর আগে নাইটি পরিয়ে দিচ্ছে উচ্ছে বাবু, স্বাভাবিক দৃশ্যে আবারও ট্রোল করা হচ্ছে মিঠাই কে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ে কয়েকদিন চলেছে বেশ টানটান উত্তেজনা। কারণ ধারাবাহিকে দেখানো হয়েছিল ধারাবাহিক তথা মোদক পরিবারের প্রাণশক্তি মিঠাই গুলি খেয়ে লুটিয়ে পড়েছে। তার স্বামীকে তাক করে ছোড়া গুলি তার ডানবুকে এসে বৃদ্ধ হয়। বস্তুত সে নিজেই স্বামীকে ছোড়া গুলি নিয়েছিল শরীরে। সেই দৃশ্যে কেঁদেছিল বহু মিঠাই ভক্ত।

যদিও তারপরে দেখানো হয় যে মিঠাই বেঁচে আছে। এই ঘটনায় একটু স্বস্তি পায় মিঠাই প্রেমীরা। যদিও সাথে সাথেই মিঠাইকে বাঁচিয়ে তোলা হয়নি। প্লট অনুযায়ী কোমায় চলে গেছিল মিঠাই। যা দেখে আবারও বেশ দুঃখের সাগরে ভাসে মিঠাই এর অনুরাগীরা। কিন্তু সম্প্রতি কোমা থেকেও মিঠাই ফিরে আসে। আর সুস্থ ভাবে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেও বেশকিছু সিন নিয়ে ট্রোল করা হয় মিঠাইকে।

আর তারপরের সিনে যখন রাত হল মিঠাই রেস্ট নেবে। তখন খুব স্বাভাবিকভাবেই একজন অসুস্থ মানুষকে ফ্রিলি থাকার জন্য ছিপচিপে নাইটি পরিয়ে দেওয়া হচ্ছিল। বস্তুত মিঠাই কে সে নাইটি পরিয়ে দেয় তারই স্বামী সিদ্ধার্থ। নাইটিটি পাতলা ফিনফিনে, ন্যুড পারপেল কালারের, নুডুলস স্ট্র্যাপের নাইটি। এই নাইটি তো পরিয়ে দেওয়ার দৃশ্য নিয়েও ট্রল করা হয় মিঠাইকে। কেউ কেউ বলেন, “দুপুর ঠাকুরপো বানিয়ে বানিয়ে ফেলার ইচ্ছে হয়েছে”… আবার কেউ বলেছেন “এই পোশাকের সঙ্গে বেনুনি মানাচ্ছে না”। কিন্তু এই সমস্ত ট্রোলের ধার ধারের নাম মিঠাই ভক্তরা। এর জবাবে ট্রলারদের ধুইয়ে দিলেন মিঠাই ভক্ত।

একজন লিখেছেন, “উচ্ছেবাবুর মিঠাই এর জন্য আনা নাইট ড্রেস নিয়েও কিছু পাবলিকের সমালোচনা শুরু হয়ে গেছে। ওই ড্রেসের সাথে বিনুনি মানায়নি… এসব কি পোশাক পড়ানো হচ্ছে… আরো কত কি কমপ্লেন তাদের!” তিনি আরো বলেন, “আরে ভাই একটা মানুষ হাসপাতাল থেকে ফিরেছে। পুরোপুরি সুস্থ নয়। শাড়ি পরে চলাফেরা করতে সমস্যা হবে বলে ওই রকম পোশাক নিয়ে এসেছে রাতে ঘরের মধ্যে অন্তত যাতে একটু ফ্রিলি থাকতে পারে। এটা কোন ফ্যাশন শো চলছে না যে রাতে ঘুমাতে যাওয়ার জন্যেও ড্রেসের সাথে মানানসই হেয়ার স্টাইল করতে হবে। নিজের ঘরের চার দেওয়ালের মধ্যে মানুষ যে কোন ড্রেস পড়তে পারে। বলি স্বাভাবিক জিনিসটা নিয়েও আপনাদের সমস্যা? আরো একটা লক্ষনীয় বিষয় আমরা যারা মিঠাই ভালোবাসি তারা অনেকেই সকালে অ্যাডভান্স এপিসোড দেখেনি। পরে রাতে আবার টিভিতে দেখি কিন্তু হেটার্সরাও যে মিঠাইয়ের অ্যাডভান্স এপিসোড দেখছে সেটাও খুব ভালো ব্যাপার” বলে হাসির চিহ্ন দিয়েছেন সেই মিঠাই ভক্ত।

Related Articles

Back to top button