পড়াশোনা লাগে না, চপ বেচেই পুলিশে চাকরি পেল তুবড়ি! ‘উড়ন তুবড়ি’র নতুন প্রোমো সামনে আসতেই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘উড়ন তুবড়ি’। প্রথম থেকেই এই ধারাবাহিকটি একজন মা এবং তার মেয়েদের ঘুরে দাঁড়ানোর সংগ্রামের কাহিনী দেখিয়ে মন জয় করে নিয়েছিল দর্শকদের। কিন্তু এবার ধারাবাহিকের মাধ্যমে অবাস্তব গল্প দেখানো হচ্ছে এমন অভিযোগ তুলে ধারাবাহিক বন্ধের দাবি তুললেন দর্শকদের একটি বড় অংশ।
প্রসঙ্গত এতদিন সংসার চালানোর জন্যই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের চপ বিক্রি করতে দেখতে পেয়েছেন দর্শকরা। তবে হঠাৎ এবার দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা তুবড়ি পুলিশে চাকরি জোগাড় করেছে। যা দেখার পর দর্শকদের একটি বড় অংশ মনে করছেন পড়াশোনা নয় বরং চপ বিক্রি করতে করতেই পুলিশে চাকরি পেয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা। যা একেবারেই বাস্তবসম্মত নয় ফলস্বরূপ ধারাবাহিক গল্প বাস্তবতা হারিয়ে ফেলে অতি নাটকীয় হয়ে উঠছে এমনটাই মনে করছেন দর্শকরা।
তবে সাম্প্রতিকতম প্রোমোতে দর্শকরা দেখতে পেয়েছেন নায়িকা পাশে পেয়েছে তার স্বামীকে। যদিও তার চাকরি পাওয়ার খবর শুনে বেজায় রেগে যেতে দেখা গিয়েছে তার শাশুড়িকে। তবে এসবের পরেও ধারাবাহিকের নায়িকা কিভাবে পড়াশুনা না করে এত কঠিন চাকরি পেয়ে যেতে সক্ষম হয়, অনুগামীদের তরফে তোলা সেই প্রশ্ন কিন্তু এড়িয়ে যেতে সক্ষম হচ্ছেন না ধারাবাহিকের নির্মাতারা।
View this post on Instagram