সিরিয়াল

দীপার সামনে মিশকা সব ষড়যন্ত্র ফাঁস করে দিল উর্মি, দেখুন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের টানটান উত্তেজনাপূর্ন ১ ঘণ্টার মহা এপিসোড

বর্তমানে জমজমাট স্টার জলসার অনুরাগের ছোঁয়া। দুদিন একঘন্টার মহা এপিসোড এর মাধ্যমে জমে উঠবে এই ধারাবাহিক। ইতিমধ্যেই আজকের পর্বের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে, যা দেখে দর্শক তো খুবই খুশি। একে একে সূর্য দীপার সামনে সব সত্যি আসছে এতদিন ধরে দর্শক তো এটাই চাইছিলেন। এবারে দীপার সামনে মিশকার আসল সত্যিটা ফাঁস করলো উর্মি।

সম্প্রতি স্টার জলসার ফেসবুক পেজের তরফ থেকে একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে উর্মির সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার বাপের বাড়িতে। সেখানে অতিথিদের মধ্যে মিশকাও উপস্থিত ছিল। সাধের অনুষ্ঠানে উর্মি কে একে একে বাড়ির সব বড় রা আশীর্বাদ করে। এরপর সূর্য যখন উর্মি কে আশীর্বাদ করতে হয় তখন মিশকাও বলে সে একসাথে সূর্যর সাথে উর্মি কে আশীর্বাদ করবে। তার তখনই উর্মি মিশকা চালাকি ফাঁস করে দেয়।

উর্মি বলে মিশকা কেন তাকে আশীর্বাদ করবে মিশকা তো এই বাড়ির কেউ নয়, সূর্যর বিয়ে করা স্ত্রী ও নয়। আর এই কথাটা উর্মির মুখে শুনে চমকে ওঠে দীপা। দীপার সামনে মিশকার সব মিথ্যে ফাঁস হয়ে যায়। যা দেখে দর্শক তো খুবই খুশি।

Related Articles

Back to top button