সিরিয়াল

অর্জুন নিজের মনের কথা জানালো তুবড়িকে, অর্জুনের মা সচক্ষে দেখলো সেই দৃশ্য! এবার কি হবে তাহলে?

দীর্ঘ দু বছর ধরে মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। এদিকে মানুষের বিনোদনের স্থল সিনেমা হল গুলি অচল হয়ে পড়েছিল। ফলে সেই একঘেয়েমি সময় কাটাতে একমাত্র উপায় হয়ে উঠেছিল বিভিন্ন ধারাবাহিক গুলি। বিশেষ করে বাড়ির মহিলাদের ক্ষেত্রে সারাদিনের কাজকর্ম শেষে মনের খোরাকের একমাত্র মাধ্যম এই সব ধারাবাহিক গুলি। সারাদিনের শেষে সন্ধ্যে হলেও টিভির পর্দার সামনে বসে পড়ে সিরিয়াল দেখা। আর সেই সূত্র ধরেই একের পর এক সিরিয়ালের টিআরপি বেড়েছে মানুষের আকর্ষণের সূত্র ধরেই। তার সাথে সাথে প্রতিটি চ্যানেলে নতুন নতুন বাংলা সিরিয়ালের সংযোজন হয়েছে। তবে তার মাঝে আবার কিছু কিছু কারণে কিছু সিরিয়াল বন্ধ হয়েছে মাঝপথেই তবে কিছু কিছু সিরিয়াল প্রথম থেকেই রমরমিয়ে চলছে।

আরও পড়ুন: সুপারস্টার সিঙ্গার সিজন ২ – এ ক্যাপ্টেন হিসেবে থাকছেন অরুণিতা, পবনদীপ, সায়লি, মহম্মদ দানিশ, সলমন আলি! ক্যাপ্টেনরা প্রতি এপিসোড পিছু কত টাকা করে পাচ্ছেন জানেন কি?

স্টার জলসা এবং জি বাংলায় এই বছর প্রচুর নতুন সিরিয়াল যোগ হয়েছে। তার মধ্যে রয়েছে গোধূলি আলাপ ,অনুরাগের ছোঁয়া ,গৌরী এলো, উড়ন তুবড়ি, গাঁটছড়া। তবে এই নতুন সিরিয়াল গুলির মধ্যে উড়ন তুবড়ি এবং গোধূলি আলাপ দুটিই একই স্লটের আর সেইসাথে দুটি ধারাবাহিকের মধ্যেই চলে জোরকদমে প্রতিযোগিতা কে কোন্ সপ্তাহে সেরা হবে। তবে দুটি সিরিয়ালের বিষয়বস্তু অর্থাৎ প্লট একেবারে ভিন্ন হলেও দুটিই তাদের দর্শকদের থেকে ভালোবাসা পেয়েছে সমান ভাবে।

উড়ন তুবড়ি ধারাবাহিকে ইতিমধ্যেই দেখানো হয়েছে, উড়ন্ত ইতিমধ্যেই গিয়েছে তুমি কে বাঁচাতে , সাথে অর্জুন তাকে সাথে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছে। তবে অর্জুন হলো ধারাবাহিকে বড়লোক বাড়ির ছেলে কিন্তু সে তুবড়ি কে দেখার পরেই ভালোবেসে ফেলেছে। একজন দরিদ্র তেলেভাজা বিক্রেতার মেজ সন্তান হলো তুবড়ি। যে নিজে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একেবারে শক্ত হাতে। তবে এইদিকে অর্জুনও কিন্তু কিছুতে কম যায় না। অর্জুন তুবড়ির এই সাহসী মনোভাব খুব পছন্দ করে।

আরও পড়ুন: দেবকে ছেড়ে এবার দাদার সাথে নাচে মাতলেন রুক্মিণী! নাচে-গানে-আড্ডায় মঞ্চ মাতালেন দেব – রুক্মিণী জুটি

তার মধ্যেই দর্শকদের সামনে চলে এসেছে এই ধারাবাহিকের নতুন প্রোমো যেখানে দর্শকদের জন্য থাকছে নতুন টুইস্ট। একটি মন্দিরের সামনে অর্জুন তুবড়ি কে তাঁর ভালোবাসার কথা জানাচ্ছে এবং সেই প্রস্তাবে রাজি হয়েছে তুবড়ি কিন্তু ঘটনার মোড় এখান থেকেই নিচ্ছে। এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখে ফেলেছেন অর্জুনের মা। অর্জুনের মা একেবারে অবাক হয়ে যান যে মেয়েকে ঘিরে এত অশান্তির সূত্রপাত হয়েছিল সেই মেয়েকেই শেষে কিনা তার ছেলে প্রেমের প্রস্তাব জানাচ্ছে। তবে এরপর ধারাবাহিকে কি মোড় আসতে চলেছে তার জন্য দর্শকদের চোখ রাখতে হবে উড়ন তুবড়ি ধারাবাহিকে।

Related Articles

Back to top button