সিরিয়াল

পল্লবীর রহস্যমৃত্যুতে কী বললেন শন বন্দ্যোপাধ্যায়? আমি সিরাজের বেগমের নায়িকার মৃত্যুতে বিধ্বস্ত পর্দার সিরাজ!

জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী দের রহস্য মৃত্যুর খবর শোনার পর থেকেই টেলি অনুরাগীরা শোকাহত। মাত্র ২৫ বছর বয়সেই শেষ হয়ে গেলো পল্লবীর পথ চলা! এই মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে তা জানা গেল না! সম্প্রতি কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন মানেনা’ তে কাজ করছিলেন তিনি। তার মৃত্যুর কারণ খোঁজবার জন্য ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে পুলিশ। কী কারণে অভিনেত্রীর জীবনের এমন করুণ পরিণতি হলো তা ভেবে পাচ্ছেন না তার সহকর্মীরাও!

আরও পড়ুন: ‘সাংসদ তো নয় আইটেম গার্ল! কাজ নেই শুধু জনগণের টাকায় ফুটানি’, নুসরতের পোশাক নিয়ে ফের কটাক্ষ নেটাগরিকদের

রবিবার গড়ফার ফ্ল্যাটে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হ‌ওয়ার পর‌ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনেত্রীর মৃত্যুর খবর শোনার পর থেকে শোকাহত হয়ে পড়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। একসময় জীবনের প্রথম ধারাবাহিকে পল্লবীকে সহকর্মী হিসেবে পেয়েছিলেন তিনি, তার রহস্য মৃত্যু তাকেও ভাবাচ্ছে। শন বন্দ্যোপাধ্যায়ের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ হচ্ছিল ‘আমি সিরাজের বেগম’। স্টার জলসার এই ধারাবাহিকে সিরাজের চরিত্র অভিনয় করতেন শন, অন্যদিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্র অভিনয় করেছিলেন পল্লবী। লুৎফার চরিত্রে পল্লবীর অভিনয় রীতিমতো প্রশংসিত হয়েছিলো, প্রথম ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর অভিনেত্রীর সাথে সেভাবে যোগাযোগ না থাকলেও পল্লবী যে নতুন একটি প্রোজেক্টে কাজ করছেন তা তিনি জানতেন।

আচমকা পল্লবীর এই মৃত্যুর খবর শুনে তিনি রীতিমতো বিধ্বস্ত। তার জীবনের প্রথম নায়িকার মৃত্যু সংবাদ শুনে কী বলবেন ভেবে পাচ্ছেন না তিনি। পল্লবীর সাথে তার অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি কেবল জানান, পল্লবী সহ অভিনেত্রী হিসেবে খুব ভালো ছিলেন। ‘আমি সিরাজের বেগম’ শেষ হয়ে যাওয়ার পর পল্লবীর সাথে আর যোগাযোগ ছিল না, কিন্তু তাই বলে তার এমন পরিণতির খবর শুনবেন তা ভাবতে পারেননি অভিনেতা।

আরও পড়ুন: টলিউড নয় সম্মান দিল বিশ্ব! নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে বাংলার মুখ রাখলেন শ্রীলেখা!

শুধু শন‌ ব্যানার্জী একা নন, পল্লবীর মৃত্যুতে ভেঙে পড়েছে টেলি পাড়ার মানুষজন। জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানসী সেনগুপ্তর প্রতিক্রিয়া, “কাকিমা বাঁচবে কী নিয়ে? ”পল্লবী সম্পর্কে জয়জিৎ বলেন, শান্ত স্বভাবের মেয়ে ছিলেন পল্লবী কিছুটা অন্যমনস্ক‌ও থাকতেন অবসর সময়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সাথে থাকতেন পল্লবী গড়ফার একটি ফ্ল্যাটে। দুজনের মধ্যে লিভ ইন রিলেশনশিপ থাকলেও ফ্ল্যাটে সবাই জানতেন তারা বিবাহিত। সূত্রের খবর শনি ও রবিবার পল্লবী সাথে সাগ্নিকের কথা কাটাকাটি হয়েছিল এরপর রবিবার ধূমপান করতে সাগ্নিক ফ্ল্যাটের বাইরে বেরিয়ে ছিলেন। ফ্ল্যাটে গিয়ে তিনি দেখেন ভেতর থেকে দরজা বন্ধ, অনেক বার ডাকাডাকি করার পরেও কোনো সাড়া পাননি। এরপর দরজা ভেঙে ঢুকতেই দেখেন ফাঁস লাগিয়ে ঝুলছেন পল্লবী! তিনি তখন পুলিশে খবর দেন। স্বাভাবিকভাবেই ঘটনায় অভিযোগের তীর তার দিকেই ক্রমশ জোরালো হচ্ছে। পল্লবীর বাবা তো সরাসরি অভিযোগই করেছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয় করছেন শন। এই ধারাবাহিকে তার অভিনীত চরিত্রটির নাম ঋষি রাজ।

Related Articles

Back to top button