‘টাকাই সব হয়!’ তিনবার গর্ভপাত করানো প্রসঙ্গে জনতার প্রশ্নের উত্তরে বললেন সম্রাট ময়না!

ইস্মার্ট জোড়ির মঞ্চে এইবার জনতার প্রশ্নবান বলে একটি নতুন রাউন্ড শুরু হয়েছে। কদিন আগেই দেখেছি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সোনালীর থেকে তার বর ছোট হওয়ায় কেউ একজন তাকে খুব তীব্রভাবে কটাক্ষ করেন তিনি নাকি খুকি সাজেন! সোনালী খুব সুন্দর ভাবে বিষয়টিকে ম্যানেজ করেন, তিনি বলেন আপনি আশীর্বাদ করুন আমার ছেলে আমার স্বামীর বয়সী হওয়ার সময়ও যেন আমি এ রকমই থাকতে পারি। কিন্তু এইভাবে সবাই হাসিমুখে জনতার প্রশ্নের উত্তর দিয়ে সকলে পরিস্থিতি ম্যানেজ করতে পারেন না। যেমনটা দেখা গেল সম্রাট মুখার্জি ও ময়না মুখার্জির ক্ষেত্রে।
আরও পড়ুন: বলিউডের পাঁচ তারকা যারা গডফাদার ছাড়াই অসম্ভব স্ট্রাগল করে নিজেদের জায়গা পাকা করেছেন বলিউডে
ইস্মার্ট জোড়ির মঞ্চে এসে তারা নিজেদের জীবনের গল্প বলে যান। সেখানে তারা বলেন যে তারা ২০০২ সালে বাড়ির অমতে বিয়ে করেছিলেন। সেই সময় তারা একটা এক কামরার ঘরে থাকতেন, তখন তাদের ক্যারিয়ারের একদম শুরুর দিক, তাদের দুজনকেই আর্থিকভাবে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সেই সময় ময়নার গর্ভে সন্তান আসে, তারা তখন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই মুহূর্তে বাচ্চাটি নষ্ট করার সিদ্ধান্ত নেন। তবে একবার নয় পরপর তিনবার এই একই কাজ করেছিলেন এই তারকা জুটি। ময়না বলেন, তৃতীয়বার গর্ভপাত করার সময় তার মনে রীতিমত ভয় ধরে গিয়েছিলো যে পরবর্তীকালে আবার বাচ্চা হবে তো? তা সত্ত্বেও তারা এই কাজটি করেছিলেন। এরপর ১৬ বছর পর তাদের যমজ সন্তানের জন্ম হয়েছে তবু তিন বার বাচ্চা নষ্ট করার এই বিষয়টি শুনেই রীতিমতো চটে গিয়েছেন দর্শক!
তাদের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না নেটাগরিকরা, তাইতো তাদের নিয়ে কোন কিছু ভিডিও পোস্ট করলে তাতে তীব্র সমালোচনা এবং নিন্দার ঝড় উঠছে। তাই এইবার জনপ্রিয় এই টেলি জুটিকে স্মার্ট জোড়ির মঞ্চে কাঠগড়ায় তোলা হলো। তাদের উদ্দেশ্যে জনতা যে সকল প্রশ্ন পাঠিয়েছেন, সেগুলি তাদেরকে পড়ে শোনানো হল।
জিৎ সম্রাট ও ময়নাকে পড়ে শোনান তাদের তিন তিনবার সন্তান নষ্ট করার কথা শুনবার পর দর্শকদের কী প্রতিক্রিয়া। কেউ লিখেছেন,‘ফ্যামিলি প্লানিং বলে একটা জিনিস হয়ত নাকি!’ কেউ আবার সরাসরি আক্রমণ করে লিখেছেন,‘নিজেদের ফুর্তির জন্য একটা প্রাণকে নষ্ট করা হয়েছে!’ এইসব প্রশ্ন দেখার পর সম্রাট মুখার্জি বলেন, আমার মনে হয় মানি ক্যান ডু এভরিথিং। অর্থাৎ টাকা সব পারে। এই কথা শোনার পর জিৎ বলেন মানি ক্যান ডু এভরিথিং আমি মানি না সেটা। এই জটিল পরিস্থিতিকে কীভাবে ম্যানেজ করবেন সম্রাট ময়না জানতে হলে অবশ্যই ইস্মার্ট জোড়ির মঞ্চে চোখ রাখতে হবে।