কে সেরা আদৃত নাকি রনজয়? দুই অভিনেতার ভক্তদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক, দ্বন্ধে নেটিজেনরা

বর্তমানে বাংলা ক্রাশ বলতে প্রথমে যার নাম মাথায় আসে তিনি হলেন আমাদের সকলের প্রিয় জি বাংলার মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু। অর্থাৎ অভিনেতা আদৃত রায়। আদৃত এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখেনা। বর্তমানে বাংলার সকল মেয়ের স্বপ্নের পুরুষ আদৃত। সকলেই মনের মানুষ হিসেবে আদৃত কেই স্বয়নে স্বপনে ভেবে চলেছেন। অভিনেতার রূপে, গুণে মুগ্ধ গোটা বাংলা। অসংখ্য ভক্ত চারিদিকে ছড়িয়ে রয়েছে আদৃত এর, সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তার নামে অসংখ্য ফ্যান পেজ।
তবে বর্তমানে আদৃত এর পাশাপাশি আরেকজন অভিনেতার জনপ্রিয়তার দিন দিন বাড়ছে। তিনি হলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি এর অনুজ অর্থাৎ অভিনেতা রনজয় বিষ্ণু। বর্তমানে রনজয় এর জনপ্রিয়তা কম নয়, তার জন্য অসংখ্য মেয়ে পাগল। আদৃত ও রনজয় দুজনেই বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এর আগেও অনেক কাজ করেছে দুজনে। টেলিভিশনের বড়পর্দা এবং ছোটপর্দা দুই জায়গাতেই কাজ করছেন। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দুজনে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বর্তমানে রনজয় এর অভিনয় ও দর্শকের ভীষণ ভালো লাগছে। তাই তো গুড্ডি ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে বেশ ভালো ফলাফল করছে।
সম্প্রতি আদৃত ফ্যান এবং রনজয় এর ফ্যানদের মধ্যে তুমুল বিতর্কে সৃষ্টি হয়েছে। দুজনের মধ্যে কোন অভিনেতা সব থেকে বেশি হ্যান্ডসাম এবং কার ফ্যান সব থেকে বেশি তা নিয়ে চলছে বিতর্ক। তবে কোন অভিনেতা সবথেকে সেরা তা তো তাদের কাজের মাধ্যমেই বোঝা যাবে। দুজন অভিনেতাই নিজের জায়গায় দক্ষ। তাই তাদের কাজ বুঝিয়ে দেবে কে কতটা এগিয়ে রয়েছে। দুজনই এখন দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়।
বর্তমানে দুই ধারাবাহিক এই গল্পই বেশ জমে উঠেছে। মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ এবং মিঠাই এর জীবনে নতুন করে বিপদ আসতে চলেছে তা আমরা প্রোমো ভিডিওটি দেখেছি। ওমি আগারওয়ালের গুলিতে আহত হয়েছে মিঠাই। আর এই নিয়েই বর্তমানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শকের মধ্যে। পরবর্তীকালে কি হবে তা দেখার জন্য সকলেই ওদের আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। অন্যদিকে গুড্ডি এবং অনুজের সম্পর্কের কতটা উন্নতি হয়েছে তা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক।