সিরিয়াল

“তাড়াহুড়ো করার চোটে বানানো ভুলভাল লিখছেন?” প্রমো ভিডিওতে হেডলাইনের বানান ভুল হওয়ায় ট্রোলের স্বীকার হল ‘গাঁটছড়া’ ধারাবাহিক

বর্তমানে জমে উঠেছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিক। নিজের ছোট ভাই কুনালের বিয়ের দায়িত্ব স্ত্রী খড়ির ওপর দিয়ে বিদেশে ব্যবসার কাজের জন্য চলে গিয়েছিল ঋদ্ধিমান। কিন্তু সেখান থেকে ফিরে এসেই দেখে অবাক কান্ড। পরিস্থিতির শিকার হয়ে বনি এবং কুনালের বিয়ে দিতে বাধ্য হয়েছে খড়ি। কিন্তু বর্তমানে সকলেই এখন খড়ি কে ভুল বুঝছেন। সকলেই ভাবছে খড়ি প্ল্যান করে, চক্রান্ত করে নিজের বোনকে কুনালের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এবং সিংহরায় বাড়ির বউ করে এনেছে। কিন্তু খড়ি কাউকে বোঝাতে পারছে না যে তারা সকলেই সেদিন সেখানে পরিস্থিতির শিকার হয়েছিল। বনি এবং কুনালের বিয়ে দেওয়া ছাড়া খড়ির হাতে আর কোনো রকম উপায় ছিল না। ঐদিন বনি এবং কুনালের বিয়ে না দিলে তাদের সকলেরই প্রাণ সংশয় ছিল। কিন্তু এই সমস্ত কথা মানতে নারাজ পরিবারের কেউই। এমনকি ঋদ্ধিমানও এবার খড়ির পাশে নেই, ঋদ্ধিমানও খড়িকে ভুল বুঝছে।

আর এইসবের মাঝে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে নিজের বোনের সঙ্গে কুনালের বিয়ে দেওয়ার জন্য খড়িকে কথা শুনেছে ঋদ্ধিমান, তার ওপর বেজায় ক্ষেপে রয়েছে সে। ভিডিওতে ঋদ্ধিমান চিৎকার করে খড়ি কে বলছে ‘বড়লোকের বউ হওয়ার শাস্তি পেতে হবে। এবার আপনি আমার আসল রূপ দেখবেন’। এরপর সে খড়ি কে টানতে টানতে নিয়ে যায় নাইট ক্লাবে এবং সেখানে গিয়ে মদ্যপান করে। কিন্তু খড়ি ঋদ্ধিমান কে আটকাতে গেলে তাঁকে নেশার ঘোরেই বলে, ‘আপনিও আমার বিশ্বাস ভাঙলেন খড়ি, আই হেট ইউ’।

কিন্তু এই প্রমো ভিডিও দেখে সমালোচনা শুরু হয়ে গেছে ধারাবাহিককে নিয়ে। এত সিরিয়াস একটা প্রমো ভিডিও নিয়ে কেন হাসি ঠাট্টা চলছে? আসলেই প্রমো ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যখন পোস্ট করা হয় তখন ভিডিওতে হেড লাইনে দেওয়া হয় ‘ভালোবাসা কারে কয়’ কিন্তু সেই ‘কারে’ বানানটি জায়গায় ‘করে’ হয়ে যায় আর সেই নিয়েই শুরু হয়েছে ট্রল। আর এই ছোট্ট ভুল নজর এড়ায়নি নেটিজেনদের। তাই এই নিয়েই শুরু হয়ে যায় ট্রোল। কমেন্ট বক্সেই নেটিজেনরা কমেন্ট করতে থাকেন। ‘প্রোমো আপলোডের এত তাড়া বানাটাও দেখতে পারেন না’। কেউ আবার সুর নরম করে লিখেছেন, ‘ওটা কারে কয়, করে কয় নয়, দয়া করে ঠিক করে নিন’। কিন্তু এসবের মাঝেও দর্শকদের আক্ষেপ কবে আবার ঋদ্ধিমান এবং খড়ির মধ্যে এই ভুল বোঝাবুঝি মিটবে?

Related Articles

Back to top button