জনপ্রিয় ধারাবাহিক মিঠাইকে নিয়ে সমালোচনা করায় কটাক্ষের শিকার ইউটিউবার ঝিলম, “তুই ছেলে না মেয়ে?” “তুই কি হিজ;ড়া?” এমন আরো বহু নোংরা কটাক্ষের শিকার তিনি

জনপ্রিয় ইউটিউবার ঝিলম সম্প্রতি মিঠাই ধারাবাহিককে নিয়ে সমালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। যার ফলে মিঠাই অনুরাগীদের কাছ থেকে চরম কটাক্ষের শিকার হন তিনি। বর্তমানে বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার তিনি। কিন্তু এরপরে তাকে আটকে রাখা যায়নি। “সিরিয়াল কালচার” নিয়ে আরো ভিডিও বানাবেন এমন ঘোষণা করে দিয়েছেন ইউটিউবার।
সিরিয়াল নিয়ে সমালোচনার ফলে তাকে যা শুনতে হয় তা হল, “তুই ছেলে না মেয়ে?” আবার অনেকেই তাকে বলেন, “তুই কি হিজড়া?” তবে ইউটিউবারের ভাষা নিয়ে কোন সমস্যা নেই। সমস্যা হল এই দুটি প্রশ্নকে ঘিরে। সোচ্চারে ইউটিউবার ঘোষণা করেছেন, এসব কথাবার্তাগুলো যারা বলেন তারা হয়তো ভেবেছেন এই কথাবার্তা শুনে আমি দমে যাব। হয়তো হয়তো লজ্জায় কুকুরে যাব। কিন্তু এমন কোন কিছুই আমি করবো না।
ফেসবুক পোস্টে ঝিলাম বলেন, “মিঠাই সিরিয়াল ও পুরো সিরিয়াল কালচার নিয়ে আমি একটি ভিডিয়ো করার কথা বলেছি এবং সেটি আমি করব তো বটেই। কিন্তু এই একটি ঘোষণাকে কেন্দ্র করে কিছু মানুষ আমাকে অনেক নোংরা কথা আমার পেজে তো বটেই, অন্যান্য কিছু পোর্টালের কমেন্ট বক্সেও লিখে আসছেন।”
তার চুল কাটার ধরন পোশাক-আশাক সবকিছু নিয়েই কটাক্ষ একেবারে চরমসীমায় পৌঁছায়। কিন্তু তিনি যতই কটাক্ষের শিকার হন না কেন তিনি তার কাজ বন্ধ করবেন না এ কথা বারবার বলেছেন ইউটিউবার। শেষ পর্যন্ত তিনি বলেন, “বেসলেস পয়েন্টলেস সিরিয়াল হোক বা সিনেমা, এগুলো সমাজের প্রতিফলন কখনোই নয়, বরং তা সমাজকে ভুল পথে ভাবায় বা ঠকায়।”