জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের সৌমিতৃষাকে “ন্যাবচাক” এবং আদৃতকে “পেছন পাকা ছেলে”, বললেন ইউটিউবার ঝিলম গুপ্ত! তুমুল সমালোচনা করলেন এই ইউটিউবার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার ঝিলম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই নিয়ে কিছু পোস্ট করেন। যেখানে তিনি ধারাবাহিকটি সম্পর্কে বেশ সমালোচনা করেছেন। এই পোস্টটি তিনি করেছেন গত বুধবার। আর তারপর থেকেই পোস্টটি চর্চার বিষয় হয়ে উঠেছে। পোস্টটিতে ঝিলম লিখেছেন, “মিঠাই সিরিয়ালটা আমার কেন জানিনা কিছুতেই ভাল্লাগেনা। যমুনা ঢাকি সিরিয়ালটা পাক্কা আকাট সিরিয়াল ছিলো। কিন্তু ওই সিরিয়ালটার আকাটমোটা দেখে হাসি পেতো। মজা পেতাম। কিন্তু মিঠাই অতি ন্যাকা একটি সিরিয়াল যার কোন কিছুই আমায় এন্টারটেইন করেনা”।
“একটি ন্যাবচাক (ন্যাকা+বোকা+চালাক) মেয়ে, একটি অতি পেছন পাকা ছেলে যাকে পরিবারের সবাই সমস্ত সময় তুষ্ট রাখার চেষ্টা করে কিন্তু কেন করে? যে বাড়ির সবচেয়ে সিনিয়র মানুষ বর্তমান, সেখানে তার নাতি কি করে সব বিষয়ে হোতা হতে পারে?” অতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি আরো বলেন, “এই সিরিয়ালের পরিবারে কৌরবদের থেকেও বেশি মেম্বার এবং সবার জীবনে একটাই লক্ষ, বিয়ে। পালপাল ভাই বোন, ও এক বিরাট বড় পুলিশ কর্মকর্তা মিঠাই এর বাড়িময় সারাদিন ছুটে বেড়ায়”।
“প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা বিষয় কমন, এরা যেকোন পরিস্থীতিতে খুব চেঁচিয়ে কথা বলে। বাকি কথা ভিডিয়োর জন্য তোলা থাক।” ধারাবাহিকের গল্প নিয়ে এভাবে সমালোচনা কিভাবে মেনে নিত মিঠাইয়ের অনুরাগীরা। এই পোস্টের ফলে ঝিলমকে কিছু কথা শুনতে হয়। যা সম্পর্কে তিনি বলেন, “মিঠাই সিরিয়ালের অনেক ফ্যান আছে। তাদের একজন আমায় আমার ইউটিউব চ্যানেলে এসে থ্রেট দিয়েছে কমেন্টে, আমি মিঠাইকে কিছু বললে, আমায় জুতো মারবে।”
“ওনার মতোই যাদের চিন্তা ভাবনা, তাদের উদ্দেশ্যে বলি, আমার পায়ের মাপ বাটার জুতো হলে ৪। স্নিকার হলে ভালো হয়। জুতোটা পুজো নাগাদ ছুঁড়বেন। তাহলে আমাকে আর ঠেলাঠেলি করে ওই ভিড়ে জুতো কিনতে যেতে হয়না আরকি।”