সিরিয়াল

‘হার্ট অ্যাটাকের মতো কষ্ট পেয়েছি, মনে হচ্ছিল মরে যাচ্ছি’! গভীর রাতে চরম অসুস্থ হয়ে হাসপাতালে ইউটিউবার ঝিলাম গুপ্তা, উদ্বিগ্ন অনুগামীরা

লকডাউনের সময় থেকেই তুমুল জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছিলেন ইউটিউবার ঝিলাম গুপ্তা। তার মজাদার ভিডিওর জন্য কোন রকম খারাপ শব্দ প্রয়োগ না করেও মানুষকে হাসানো যায় এটাই তিনি প্রমাণ করে দিয়েছিলেন তার ভিডিওর মাধ্যমে। তবে এই মুহূর্তে শুধুমাত্র কনটেন্ট তৈরি করাতেই তিনি আটকে নেই বরং অভিনয় করে ফেলেছেন বড় পর্দাতেও। বলাই বাহুল্য এহেন প্রিয় তারকাকে মাঝরাতে হাসপাতালে যেতে দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন তার অনুগামীরা।

তবে এদিন ঝিলাম জানিয়েছেন গ্যাস্ট্রিক অ্যাটাকে প্রচন্ড কষ্ট পেয়েছেন তিনি। যে কারণে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। পাশাপাশি ডাক্তারদের কাছ থেকে রীতিমত বকা খেয়েছেন তিনি এ কথাও প্রকাশ্যে আনতে দেখা দিয়েছে তাকে। এদিন তিনি জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে মানুষ সেভাবে ঘামতে শুরু করে, ঠিক তেমনটাই হচ্ছিল তার সঙ্গে।

পাশাপাশি তিনি ভেবেছিলেন তিনি বোধহয় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন অনুগামীদের। পাশাপাশি খুব শীঘ্রই আবারো ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় তাকে ফিরে আসতে দেখা যাবে বলে জানিয়েছেন ঝিলাম। প্রিয় তারকার সুস্থতা কামনা করে এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখা গিয়েছে অনুগামীদের।

Related Articles

Back to top button