সিরিয়াল

বাংলা সিরিয়ালের TRP তালিকায় ঘটে গেলো বিরাট অঘটন! ধুলোকণা,মিঠাইদের পিছনে ফেলে এ সপ্তাহে টিআরপি তালিকায় বেঙ্গল টপার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’

স্টার জলসা, জি বাংলার মধ্যে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই চলে আসছে বহুদিন থেকেই। কখনো স্টার জলসা এগিয়ে থাকে তো কখনো জি বাংলা। কোন কারনে যদি টেলিভিশন রেটিং পয়েন্ট কম হয় তবে তাহলে সেই সপ্তাহের জন্য সেই চ্যানেলের ক্ষতি।

এই সপ্তাহের বাংলার সেরা পাঁচের লিস্ট থাকলো আপনার সামনে :
২১ শে জুলাই – বৃহস্পতিবার
১ম – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)
২য় – ধুলোকণা (৭.৯)
৩য় – আলতা ফড়িং (৭.৭)
৪র্থ – মিঠাই (৭.৬)
৫ম – গৌরী এলো / গাঁটছড়া (৭.৪)
SUNDAY ধামাকা মহাপর্ব ••
লক্ষ্মী কাকিমা / দিদি No.1 মহামিলন পর্ব – (৯.৫) [TOPPER]

বাকি ধারাবাহিক এবং রিয়েলিটি শো গুলির লিস্ট দেওয়া হল এখানে :
Week 28 ••
5:00 PM – খেলাঘর (১.৮)
5:30 PM – গুড্ডি (৩.৪) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৫) | পিলু (৪.৬)
6:30 PM : সাহেবের চিঠি (৩.৬) | খেলনা বাড়ি (৫.৬)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) | উমা (৬.২)
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৭.৪)
8:00 PM : ধুলোকণা (৭.৯) | মিঠাই (৭.৬)
8:30 PM : মন ফাগুন (৫.৪) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২) 👑
9:00 PM : আয় তবে সহচরী (৪.৮) | এই পথ যদি না শেষ হয় (৬.৩)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৫.২)
10:00 PM : গঙ্গারাম (৪.০) [Last Week] | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.৭)
10:30 PM : বৌমা একঘর (২.৬) | উড়ন তুবড়ি (৪.৫)
11:00 PM : জয় গোপাল (১.৮) | শিশু ভোলানাথ (২.৫)

✨ রিয়ালিটি শো ✨
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৭.১)
দিদি No.1(লক্ষ্মী কাকিমা স্পেশাল) [SUN] (৯.৫)
Ismart Jodi (৩.০)

আজ বৃহস্পতিবার বেরোলো এই টিআরপির রেজাল্ট। স্টার জলসা, জি বাংলার মত চ্যানেলের টিআরপি লিস্টে দেখা গেল এক বিরাট ফারাক। লক্ষ্মী কাকিমা সুপারস্টার শুধু এই সপ্তাহের সেরা হয়েছে তাই নয় সে বাংলার সেরা শিরোপা পেয়েছে। এখানে স্টার জলসা থেকে জি বাংলা এগিয়ে রয়েছে বেশ কয়েক পদক্ষেপে।

Related Articles

Back to top button