দিন দিন কিয়ারা আডবাণীর থেকেও সুন্দর হয়ে উঠছেন শাহরুখ কন্যা সুহানা! মারকাটারি ফিগারে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন শাহরুখ কন্যা, ভাইরাল ছবি

স্টারকিডদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলেন শাহরুখ কন্যা সুহানা। বাবার নামে নয় তার নিজস্ব স্টাইল অ্যান্ড ফ্যাশন সেন্সের জন্যই তার অনুরাগী সংখ্যা প্রচুর হয়ে গেছে। মাত্র২২ বছর বয়সে এসেই তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। কোন তারকাদের থেকে কম নয় তার খ্যাতি এবং ফ্যান ফলোয়ার্স সংখ্যা। তার অনুরাগীরা তার একটা পোষ্টের জন্য মুখিয়ে থাকেন আর অনুরাগীদের মন ভোলাবার জন্য সব সময় নিত্য নতুন পোস্ট করেন শাহরুখ কন্যা। লাস্যময়ী ফিগারেটের তার ফটো শ্যুট সকলের নজর কেড়ে নিচ্ছে। শোনা যাচ্ছে আগামী বছরই সিনেমায় আসছেন তিনি।
হ্যাঁ পরের বছর তার প্রথম সিনেমা মুক্তি পেতে চলেছে। সিনেমার নাম, ‘দ্য আর্চিস’। সম্প্রতি সাহানা একটি ছবি পোস্ট করেছে যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সাহানার একটি হট ও বল্ড লুকের ফটো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে ডেনিম ও ব্লু রঙের ক্রপ টপ পরেছেন অভিনেত্রী। খুব সুন্দর করে চুল বেঁধেছেন তিনি এবং খুব সুন্দর করে মেকআপও করেছেন, ছিমছিমে ফিগারে তার হট লুক ঘুম উড়িয়ে দিয়েছে সকলের।
View this post on Instagram
বলিউডে পা রাখবেন বলে নিয়মিত শরীর চর্চা করছেন সুহানা। তার যোগা ইনস্ট্রাকটর একটি কঠিন যোগ ব্যায়াম করার মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়, যা দেখে সকলেই তারিফ করেছেন। সুহানার প্রথম অভিনীত এই ছবি নিয়ে সে উৎসাহিত হয়ে আছে তার থেকেও বেশি উচ্ছ্বসিত হয়ে আছে তার লক্ষ লক্ষ অনুরাগীরা। বিখ্যাত কমিক সিরিজ ‘আর্চি অ্যান্ড্রুজ এন্ড হিজ ফ্রেন্ড’ অবলম্বনে তৈরি হয়েছে সুহানার এই ছবি।
আরও পড়ুন: সলমনের কাছে একসময় পয়সা ছিল না জিন্স পার্স কেনার! অর্থ সংকট বুঝে উপহার দিয়েছিলেন সুনীল শেট্টি
প্রসঙ্গত উল্লেখ্য সুহানা নিউইয়র্ক এ ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন ‘Tisch School of the Arts’ থেকে। এরপর দেশে ফেরার পর এই বাবার সাথে কাজে হাত লাগিয়ে ছিলেন তিনি। সম্প্রতি তিনি তার প্রথম ছবিতে কাজ করছেন। সুহানার সাথে এই ছবিতে ডেবিউ করবেন খুশি কাপুর ও অগস্ত্য নন্দা। ২০২৩ সালে নেটফ্লিক্সে রিলিজ করবে সুহানার প্রথম এই ছবি। সুহানার স্টাইল অ্যান্ড ফ্যাশন সেন্স দেখে অনুরাগীরা যতখানি মুগ্ধ হন এবং তাকে ফলো করেন, সুহানার অভিনয় দক্ষতা ও সেই রকম ভাবেই অনুরাগীদের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার! সুহানার অভিনয় ই এইবার কথা বলবে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে যেভাবে স্টার কিডদের ছবি এক এক করে বয়কট করছেন নেটিজেনরা, সেখান থেকে সুহানার লাক কতটা ফেভার করবে সেটাই এখন দেখার!