
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র ভক্তদের জন্য খুব শিগগিরই আসতে চলেছে সুখবর। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র সিজন ২ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সোনি টিভির পক্ষ থেকে প্রোমো শেয়ার করা হয়েছে যে দেখে ইতিমধ্যেই উচ্ছাসিত হয়ে পড়েছেন দর্শকরা। নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আসতে চলেছে এই শো। প্রোমো তে দেখা যাচ্ছে, নিজের অফিসের বস কে তেল মারতে ব্যস্ত একজন কর্মচারী যাতে করে তিনি একজন ভালো বিনিয়োগকারীর সাথে পরিচয় করিয়ে দেন।
বস কিন্তু ওই কর্মচারীকে বারবার ফিরিয়ে দিয়েছে। তারপরেই একটি গলার আওয়াজ শোনা যায়, বিনিয়োগকারীর খোঁজে ভুল দরজায় কড়া নাড়া বন্ধ করুন। আসছে শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সিজন প্রথম পর্বের তুমুল সাফল্যের পর।’প্রোমো থেকে জানা গিয়েছে, প্রথম সিজনে ‘শার্ক’ অশনীর গ্রোভার, অনুপম মিত্তল, আমান গুপ্তা, বিনীতা সিং, নমিতা থাপার, গজল আলঘ আর পীযুশ বনশাল মোট ৪২ কোটি টাকার বিনিয়োগ করেছেন, ৮৫ হাজার অবেদনকারীদের মধ্যে থেকে বেছে নেওয়ার পর। নতুন সিজনের জন্য শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
প্রোমো দেখে দর্শকরা সব আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। একজন লিখেছেন, খুব উত্তেজিত। একজন আবার লিখেছেন, তাঁর সবথেকে পছন্দের শো এটি। উদ্যোগপতিরা এই শোতে এসে নিজেদের ব্যবসার আইডিয়া শেয়ার করে নেন শার্কদের সাথে। তারপরেই শুরু হয় শার্কদের পক্ষ থেকে অফার দেওয়া। ব্যবসায়ীরা যার বদলে কিছু শেয়ার নিয়ে থাকেন। এই মঞ্চে দাঁড়িয়ে জুরিরা কিছু ব্যবসায়িক আইডিয়ার কথা শোনেনএবং তারপর সিদ্ধান্ত নেন,সেই ব্যবসায় তাঁরা বিনিয়োগ করবেন কিনা। প্রথম সিজনেই এই শো লাখ লাখ মানুষের মন জিতে নিয়েছিল। একুশ শতকের এই ভারতে, যেখানে কর্পোরেট অ্যাস্পিরেশন ক্রমশ বাড়ছে এবং হাজার হাজার নাগরিক উদ্যোগপতি হওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে এই শো তাঁদের উদ্দীপনা যোগাবে বলে মনে করা হয়ে থাকে।
প্রথম সিজনের ক্ষেত্রে সাতজন জুরির মধ্যে ছিলেন, BharatPe এর কো ফাউন্ডার Ashneer Grover, BoAt এর কো ফাউন্ডার Aman Gupta, Emcure Pharmaceutical এর Namita Thapar, Lenskart এর কো-ফাউন্ডার পীযূশ বনসল, MamaEarth এর চিফ Ghazal Alagh এবং Sugar কসমেটিক্স এর কো ফাউন্ডার এবং CEO বিনীতা সিং।