বিনোদন

সলমনকে জনসমক্ষে চুমু খেলেন শেহনাজ! অভিনেত্রীর আচরণ নিয়ে সন্দিহান নেটাগরিকরা!

ঈদ মানেই সালমান খান এই ট্রেন্ড এই বছর লক্ষ্য করা যায়নি। কারণ প্রতি বছর ঈদে সালমান খানের ছবি মুক্তি হয় কিন্তু এই বছর তার বদলে ঈদে অজয় দেবগনের‌ ছবি মুক্তি পেয়েছে। আবার প্রতিবছর ঈদে সালমান পার্টি দেন, কিন্তু এই বছর ঈদে সালমান কোন পার্টি দিচ্ছেন না। প্রতিবছরই সালমানের বাড়িতে ঈদের দাওয়াত হয়, সেজেগুজে বলি তারকারা সেই পার্টিতে হাজির হন। নাচ-গান পানীয় হৈ-হুল্লোড়ে মেতে ওঠে সেই পার্টি। কিন্তু এইবার সেখানেও ব্যতিক্রম। সালমান পার্টি দেবেন না এইবছর, তার বদলে এই বছরে ঈদে পার্টি দিয়েছেন সালমানের বোন অর্পিতা খান।

আরও পড়ুন: আগামীতেও টুপি পরে মসজিদে যাবো! আমার যা মনে হবে তাই করবো! রাজ চক্রবর্তীর এমন মন্তব্যের পিছনে কী কারণ জানেন

অর্পিতা ও তার স্বামী আয়ুষ শর্মার বাড়িতে হ‌ওয়া ঈদের পার্টির জৌলুস কিন্তু অন্যান্য বারের থেকে এতোটুকু কম ছিল না। এই পার্টিও ছিল তারকাখচিত। প্রতিবারের মত পুরো বলিউডের টিম হাজির হয়েছিল এই পার্টিতে। ঈদের এই পার্টিতে দীপিকা-রণবীর, করিশ্মা থেকে শুরু করে উপস্থিত ছিলেন কঙ্গনা রানাউত, করণ জোহর ও শেহনাজ গিল। এককথায় তারকাদের হাট বসে ছিল।

এই ঈদের পার্টিতে সালমান ও শেহনাজের ঘনিষ্ঠতা বিশেষ করে নজর কেড়েছে সকলের। এই দিন পার্টি থেকে বাড়ি ফেরার সময় শেহনাজকে সালমান নিজে গেট অবধি ছেড়ে দিয়ে আসেন। সেখানে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশের মাঝেই সালমান খানকে জড়িয়ে ধরে গালে চুম্বন করেন শেহনাজ গিল। সালমানের কাছে এরপর আবদার করেন নায়িকা, সালমান যেন তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। এখানেই শেষ নয়, গাড়িতে বসে সালমানের গালে হাত দিয়ে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: “ইন্ডাস্ট্রির কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি”- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে এবার কার দিকে নিশানা করে বিস্ফোরক হলেন মিমি?

এই দিন সালমানের সাথে ম্যাচ করে পোশাক পরেছিলেন অভিনেত্রী। এই দিন ঈদের পার্টিতে সালমান একটি কালো রঙের শার্ট পরেছিলেন এবং তার সাথে রং ম্যাচিং করে কালো গোল্ডেন কালারের সালোয়ার-কামিজ পরেছিলেন শেহনাজ গিল। এরপর শেহনাজের প্রতি সালমানের এরকম ভালবাসা দেখে নেটাগরিকরা মুগ্ধ হয়ে গিয়েছেন। আবার অনেকে নায়িকার আচরণ নিয়ে সন্দেহ‌ও প্রকাশ করেছেন এই সবটাই ছবির প্রচারের কারণ নয় তো? হ্যাঁ সম্প্রতি শোনা যাচ্ছে সালমানের সাথে হিন্দি ছবিতে ডেবিউ করছেন শেহনাজ। যদিও সেখানে শেহনাজের বিপরীতে আয়ুশকে দেখা যাবে তবুও নায়িকার আচরণ নিয়ে নেটাগরিকদের একাংশ সন্ধিহান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত উল্লেখ্য বিগবস ১৩ তে শেহনাজকে দেখার পর থেকেই সালমানের তাকে পছন্দ হয়ে যায়। বিগ বসের শেহনাজের সাথে নাম জড়িয়েছিল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। সিদ্ধার্থ চলে যাওয়ার পর শেহনাজ যখন ভেঙে পড়েছিলেন, তখন‌ও সেই দুঃসময়ের মধ্যে সালমান শেহনাজের পাশে ছিলেন।

Related Articles

Back to top button