বাসের মধ্যেই যোগাসন করতে ব্যস্ত হয়ে পড়লেন শিল্পা শেট্টি! “বাড়িতে কি জায়গার অভাব হল নাকি?”- প্রশ্ন এক নেট নাগরিকের

ফিটনেসের প্রসঙ্গ এলে তিনি ছাড়িয়ে যান সমস্ত বলিউড নায়িকাদের, নিজেকে ফিট রাখতে তাঁর জুড়ি মেলা ভার , সেই শিল্পা শেট্টি এবার বাসের মধ্যেই শুরু করলেন যোগব্যায়াম করতে। ভিডিও আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। একদিকে যেমন ট্রোলড হলেন অন্যদিকে প্রশংসাও পেয়েছেন অভিনেত্রী। ফিটনেস এর দিক দিয়ে এই অভিনেত্রী কোনো আপোষ করতে রাজি নন এইকথা আগেও জানিয়েছেন।
আরও পড়ুন: নায়ক হওয়ার কথা ছিলো ববি দেওলের! করিনার শর্তেই কি ‘জব উই মেট’এ নায়ক হন শহিদ?
বরাবর তিনি কাজের অবসরে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট রাখতেই বিশ্বাস করেন। নিয়মিত নিজের সেইসব ভিডিও আপলোড করতে দেখা যায়। তার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে থাকেন বহু দর্শকরা। সেই সূত্রেই সোমবার একটি ফ্যাশন উইকে অংশ নেওয়ার জন্য যাওয়ার সময় বিমানবন্দরে যেতে উঠেছিলেন একটি বাসে যেখানে শিল্পা শেট্টি একাই ছিলেন। তাহলে সময় যখন পেয়েছেন, তখন সময় নষ্ট কেনো? শুরু করে দিলেন নিজেকে ফিটনেস রাখার কসরত তাও আবার বাসের মধ্যেই! ভাইরাল হলো ভিডিও।
View this post on Instagram
“Monday Motivation On The Go!” বাস খালি থাকার কারণে এই কাণ্ড তিনি করে ফেলেছেন। Pull Up, Push Up এবং Lunges করেছেন বাসের মধ্যে। তবে বাসের মধ্যে শারীরিক কসরত করার পর হ্যান্ডেল স্যানিটাইজ করতে তিনি ভুলে যাননি। অভিনেত্রী আরও লিখেছেন, একসাথে তাঁর দুটো লক্ষ্য পূরণ হয়েছে। একটি, ফিট ইন্ডিয়া, আর অন্যটি হলো, স্বচ্ছ ভারত। একসাথে দুটো লক্ষ্যই পূরণ হয়ে গেলো বলেই অভিনেত্রী লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। অভিনেত্রীর পরনে ছিল এইদিন, জিনসের শার্ট আর পালজো।
আরও পড়ুন: টলিউডের থেকে বলিউড বেশি সম্মান দিচ্ছে! বিস্ফোরক দাবি করলেন টোটা রায়চৌধুরী
তবে অভিনেত্রীকে এভাবে বাসের মধ্যে যোগ ব্যায়াম করতে দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই নানারকম। “বাসে ব্যায়াম করছেন কেন? বাড়িতে কি জায়গার অভাব হল নাকি?” অপর এক নেটিজেনের কথায়, “জিমওয়্যার না পরে এভাবে কসরত করাটা সত্যিই অদ্ভুত।” একেক জন একেক রকম প্রশ্ন করছেন। তবে সমালোচনার সাথে সাথে অভিনেত্রীকে অনেকে প্রশংসাও করেছেন। একজন তো বলে ফেলেছেন, আপনি আমাদের এভাবেই মোটিভেট করুন। অভিনেতা অমিত সাধ লিখেছেন, “পরের বার দেখা হলে এভাবেই কসরত করার চেষ্টা করব!” নিয়মিত ফিটনেস ভিডিও আপলোড করার সাথে সাথে এবারের শেয়ার করা ভিডিও একেবারে আলাদা। তাই এই ভিডিও বেশ নজর কেড়েছে সকলের।