১১ মাস বয়স হলো শ্রেয়া পুত্রের, এখন কেমন দেখতে হয়েছে তাকে জানেন

টলিউড থেকে বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ছোটবেলা থেকেই গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন সেই কারণে মাত্র চার বছর বয়স থেকেই তিনি সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। ছয় বছর বয়সে তিনি শাস্ত্রীয় সংগীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেছিলেন। ১৬ বছর বয়সে জি টিভি সারেগামাপা সংগীত প্রতিযোগিতায় এসে বিজয়ী হওয়ার পর স্বাভাবিক ভাবেই তিনি খ্যাতি লাভ করতে শুরু করেন। এরপর দেবদাস সিনেমার গান গাওয়ার মধ্যে দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে বলিউডের জগতে তার অভিষেক ঘটে। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি, একটার পর একটা সিনেমায় তিনি গান গেয়েছেন ও জিতে নিয়েছেন অসংখ্য পুরস্কারের সাথে মানুষের মনও। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার সহ আর ডি বর্মন পুরস্কারও অর্জন করেছেন জনপ্রিয় এই গায়িকা। তার সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে যান আট থেকে আশির মানুষ।
আরও পড়ুন: বাংলা ইন্ডাস্ট্রিকে অন্য কেউ বাঁচাতে পারবে না বিস্ফোরক মন্তব্য সুদীপ্তার
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল গানের সাথে সাথে ব্যক্তিগত জীবনেও এগিয়ে গিয়েছেন। সুরের রানী শ্রেয়া ঘোষাল পেশায় ব্যবসায়ী শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করে সুখেই সংসার করছেন।বর্তমানে তাদের সংসারে এসেছে নতুন ছোটো সদস্য, গতবছর মা হয়েছেন তিনি। শ্রেয়া ও শিলাদিত্যর সন্তানের নাম দেবায়ন। বর্তমানে ছেলেকে নিয়ে তার অধিকাংশ সময় কাটে, কিছুদিন আগেও ছেলের ছয় মাসের জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করেছিলেন গায়িকা। সম্প্রতি আবারও তাকে ছেলেকে নিয়ে একটি পোস্ট করতে দেখা গেল।
View this post on Instagram
কয়েক মাস আগেই যে একরত্তি দেবায়নের অন্নপ্রাশন হয়েছিল সে এখন ১১ মাসের শিশু। আর ১ মাস পরেই তার এক বছর পূর্ণ হবে। তার আগে ছেলের এই এগারো মাস বয়সের একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া নিজেই। ছবিটিতে দেখা যাচ্ছে একরত্তি দেবায়ন ফুলহাতা শার্ট ও প্যান্ট পরেছে, মাথায় আবার টুপিও দিয়েছে সে। শার্ট প্যান্ট টুপি পরে খিলখিল করে হাসতে দেখা গেল তাকে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে শ্রেয়া ঘোষাল লিখেছেন,“আমাদের মাঞ্চকিন খুব দ্রুত বেড়ে উঠেছে! ১১ মাস বয়স হয়েছে।”
আরও পড়ুন: বিক্রি হয়ে গিয়েছে ডাক্তারও, প্রতিবাদে মুখর প্রসেনজিৎ, শুভশ্রী
শ্রেয়া ছেলের খিলখিল করে হেসে ওঠার সেই ছবি শেয়ার করতেই মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য মানুষ এই ছবি পছন্দ করেছেন এবং তারা একরত্তির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। দেবায়নের মনমুগ্ধকর হাসি নেটাগরিকদের মন জয় করে নিয়েছে মুহূর্তের মধ্যে।
View this post on Instagram