১৪ মাস বয়সেই প্রথম উড়োজাহাজ ভ্রমণ শ্রেয়া পুত্রর, জন্মের পর প্রথম সমুদ্র দর্শন শ্রেয়া ঘোষাল পুত্র দেবায়নের, মা বাবার সাথে গোয়া ভ্রমণে গিয়েছে সে

দেখতে দেখতে ২ বছর বয়স হতে চললো জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের পুত্র দেবায়ন এর। বর্তমানে তার বয়স এখন ১৪ মাস। এই অল্প বয়সেই মা শ্রেয়া ঘোষাল এবং বাবা শিলাদিত্য মুখার্জির সঙ্গে উড়োজাহাজ করে উড়ে গেল গোয়াতে। জন্মের পর প্রথম সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা হলো ছোট্ট দেবায়ন এর। সোশ্যাল মিডিয়া এখন তাদের ছুটির বিভিন্ন মুহূর্তের ছবি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে।
শ্রেয়া ঘোষাল ও নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এয়ারপোর্টের বিভিন্ন মুহূর্তের একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে চারিদিকে। গায়িকার বিভিন্ন ফ্যান পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। শ্রেয়া ঘোষালের ওই ভিডিওটি ইতিমধ্যে ১৩ লক্ষ ৪৫ হাজার এর বেশি মানুষ পছন্দ করেছেন। ভিডিওটিতে ছোট্ট দেবায়নকে মায়ের কোলে দেখা গিয়েছে। কখনো এয়ারপোর্টে আবার কখনো প্লেনের মধ্যে দুষ্টুমি করছে সে। আবার কখনো যাত্রা পথে ঘুমিয়ে পড়তে দেখা গিয়েছে তাকে, গোয়াতে ঢুকেই হোটেল রুমের বিভিন্ন ঘরগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন শ্রেয়া। ঘুরে দেখাচ্ছেন হোটেলের চারিদিক। আর সঙ্গে রয়েছে ছোট দেবায়ন।
হোটেলের কর্তৃপক্ষের তরফ থেকে ছোট্ট দেবায়ন কে স্বাগত জানানোর জন্য হোটেল আইটিসি গ্র্যান্ড গোয়ায় পক্ষ থেকে সারপ্রাইজ ছিল স্পেশাল গেস্ট এর জন্য। সাথে বেডরুমটি দারুন ভাবে সাজানো হয়েছিলো। রাখা হয়েছিল নানান ধরনের চকলেট, পেস্ট্রি ইত্যাদি। সবকিছুই বিস্মিত চোখে উপভোগ করছিল ছোট্ট খুদে।
View this post on Instagram