একটুও ভয় নেই এই টুকু বাচ্চার! মা শুভশ্রী গাঙ্গুলীর কোলে চেপে মাঝ সমুদ্রে ঘুরছে ইউভান, জামাইকার সমুদ্রে ইউভানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুভশ্রী

বর্তমানে জ্যামাইকার সমুদ্র সৈকতে নিজেদের বিশেষ সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী এবং পুত্র ইউভান। সেখানে থেকেই নানান মুহূর্তের আপডেট দিচ্ছেন শুভশ্রী এবং রাজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিদিনই ছবি এবং ভিডিও আপলোড করছেন অভিনেত্রী। কখনো সমুদ্র সৈকতে আবার কখনো বোটে চোরে সারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন ছোট্ট ইউভানকে নিয়ে।
সম্প্রতি শুভশ্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি সুন্দর রিল ভিডিও আপলোড করেছে। সেখানেই শুভশ্রীকে ছোট ইউভানকে নিয়ে সমুদ্রের মধ্যে বোটে করে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজে জনপ্রিয় বলিউডের গান ‘খাবো কি পারেন্দে’। ইতিমধ্যে ভিডিওটি ২৬ হাজার মানুষ পছন্দ করেছেন এবং অসংখ্য মানুষ ভিডিওটিতে কমেন্টও করেছেন।
সকলেই কমেন্ট বক্সে ছোট্ট ইউভানের প্রতি ভালবাসা উজাড় করে দিয়েছে। কমেন্ট বক্সে অসংখ্য ভালোবাসা পেয়েছে শুভশ্রীও। ভিডিওতে শুভশ্রী এবং ইউভাবন দুইজনকেই লাইফ জ্যাকেট পড়ে দেখা গিয়েছে। যাতে সব রকম প্রস্তুতিতেই তারা তৈরি থাকে।
View this post on Instagram