বিনোদন

ছেলেকে স্কুলে ভর্তি করানোর পরেই নিজের স্কুলের বিশেষ দায়িত্ব পেলেন অরিজিৎ সিং! ভাইরাল হলো সেই ছবি

গায়ক অরিজিৎ সিং যাঁর গলার সুর মুগ্ধ করে দেয় আপামর দেশবাসীকে। হিন্দি থেকে বাংলা সমস্ত গানের জগতে যিনি নিজের গান দিয়ে পরিসর বিস্তৃত করে ফেলেছেন। গানের ক্ষেত্রে একচেটিয়া ক্ষমতার অধিকারী। সেই অরিজিৎ সিং বারবার নিজের সারল্য, আচরণ, মাটির সাথে মিশে থাকার স্বভাবের দ্বারা মন জিতে নিয়েছেন দর্শকদের। এবার আবারও তিনি সংবাদমাধ্যমের শিরোনামে। কিছুদিন আগেই ছেলেকে জিয়াগঞ্জের একটি স্কুলে ভর্তি করে তুমুল ভাইরাল হয়েছিলেন অরিজিৎ সিং। নিজের মাতৃভূমি ছেড়ে বেরিয়ে আসতে পারেননি তিনি। মুম্বইয়ে ইচ্ছে করলেই ছেলেকে পড়াতে পারতেন কিন্তু তিনি সেই কাজ না করে ছেলেকে নিজের জন্মস্থানে নিয়ে এসে ভর্তি করেছেন। স্কুলের অন্যান্য অভিভাবকদের সাথে লাইনেও দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে । এই দৃশ্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রবল প্রশংসার ঝড় উঠেছিল।

আরও পড়ুন: ছোট ইউভান শিখে ফেললো আই লাভ ইউ বলতে! ভাইরাল সেই আদো গলার ভিডিও

এবার আবার শিরোনামে এলেন গায়ক অরিজিৎ সিং। তবে এবার নিজের স্কুলের পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। জিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন কমিটির দায়িত্ব পদে নিযুক্ত হয়েছেন তিনি। রাজা বিজয় সিংহ বিদ‍্যামন্দির স্কুলে তাঁর ছোট থেকে পড়াশোনা করা তারপরেই কর্মসূত্রে মুম্বাই। কিন্তু নিজের শেকড়ের টান এত সহজে ভুলে যাননি তিনি। যাঁর আকাশছোঁয়া এত বিপুল জনপ্রিয়তা,নাম খ্যাতি তিনি নিজের জন্মভূমিকে কিছুতেই ভুলে যাননি। নিজের প্রতিভার জোরে দেশের গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন দুর দূরান্ত পর্যন্ত। নিজের জন্মস্থানে বারেবারে ফিরে এসেছেন তিনি। এবার নিজের ছেলেকেও ভর্তি করেছেন এখানকার স্কুলে। ছেলেকে শেখানোর চেষ্টা করেছেন মাতৃভূমির সংস্কৃতি।

কিছুদিন পূর্বেই গায়ক দেখা করেছিলেন ব্রাত্য বসুর সাথে। তারপরেই তিনি এই বিরাট দায়িত্ব তুলে নিয়েছেন নিজের ওপরে। তবে এবার প্রথম নয় এর আগেও তিনি জিয়াগঞ্জের উন্নয়নের জন‍্য দায়িত্ব নিয়েছিলেন। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ‍্য দফতরকে পাঁচটি হাই ফ্লো ন‍্যাজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করেছিলেন তিনি। স্কুলের যাতে উন্নতি হয় সেইজন্য স্কুলের কমিটির সাথে ইতিমধ্যেই কথা বলেছেন গায়ক।

আরও পড়ুন: “ক্রিকেটার থেকে শুরু করে ‘দাদাগিরি’র সঞ্চালক, সবেতেই সৌরভ এক নম্বর”- সৌরভকে নিয়ে অকপট ডোনা গাঙ্গুলি

কিছুদিন আগে একটি ছবি বিপুল ভাইরাল হয়েছিল যেখানে গায়ককে দেখা গিয়েছিল সাধারণ জামা কাপড় পড়ে ছেলেকে স্কুলে ছাড়তে যেতে। অন্যান্য অভিভাবকদের মতোই ছেলেকে নিয়ে গেটের বাইরে অপেক্ষা করতে।এই ছবি দেখে দর্শকরা আপ্লুত হয়েছিলেন। একজন এত খ্যাতনামা গায়ক হয়েও তাঁর এমন অমায়িক ব্যবহার বারবার মুগ্ধ করে সবাইকে।

Related Articles

Back to top button