বিনোদন

“এমনিতেই তো কলকাতায় টাকা নেই, টাকা তো আমাকে বাড়াতেই হবে, আমাকে আর্বানায় ফ্ল্যাট কিনতে হবে”! ‘দর’ বাড়ানো নিয়ে সোজা কথা ইমনের

ইমন চক্রবর্তী, বর্তমানে টলিউডের গায়ক গায়িকাদের মধ্যে অন্যতম বিশিষ্ট একটি নাম। নিজের গানের মাধ্যমে জায়গা করে নিয়েছেন একাধিক দর্শকের হৃদয়ে। তবে গায়িকা কিন্তু বেশ কড়া কথাও বলতে পারেন। রাখঢাক করে কথাবার্তা ইমনের ধাঁচে নেই। কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমে নিজের পারিশ্রমিক নিয়ে বেশ সোজাসাপ্টা জবাব দিতে শোনা গেল গায়িকাকে।

সম্প্রতি জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকার প্রত্যেকটি গান হিট যাওয়ার পরেই পরবর্তী গানের জন্য বেড়ে যাচ্ছিল তার পারিশ্রমিক। এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের কাছে এ বিষয়ে প্রশ্ন করলে গায়িকা জানান, “সবাই তাই করে। আমি কী করব। এমনিতেই তো কলকাতায় টাকা নেই। এমনিতেই বাংলার শিল্পীদের তো কেউ টাকা দিতেই চায় না। একটা দু’টো গান ঈশ্বরের আশীর্বাদে হিট হচ্ছে। টাকা তো আমাকে বাড়াতেই হবে। আমাকে আরবানায় ফ্ল্যাট কিনতে হবে।”

প্রসঙ্গত কলকাতার বিলাসবহুল আবাসন গুলির মধ্যে অন্যতম একটি আবাসন হল আরবানা। বাইপাসের ধারে চোখে পড়ার মতো বিলাসবহুল আবাসন। টলিউডের তাবড় তাবোড় ব্যক্তিত্ব যেমন রাজ চক্রবর্তী, শুভশ্রী, পায়েল সরকার এমনকি অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা বসবাস করেন সেখানে। এমন একটি ঠিকানাতেই নিজের নতুন ঠিকানা বানাতে চান গায়িকা।

“তুমি যাকে ভালোবাসো” – গানের হাত ধরেই ২০১৬ সালে প্রথম জনপ্রিয়তা পান ইমন। আবার এই গানের হাত ধরেই আসে তার জাতীয় পুরস্কার। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি গায়িকাকে। শোনা যায় যে গানে যতটা সাফল্য গায়িকা পাচ্ছেন ঠিক ততটাই পাল্লা দিয়ে বাড়ছে তার পারিশ্রমিক। সম্প্রতি “বেলা শুরু” সিনেমায় “টাপা টিনি” গানটি গেয়েছিলেন ইমন। তাহলে কি ধরে নেওয়া যায় যে এই গানের সাথে আরো খানিকটা বেড়ে গিয়েছে তার পারিশ্রমিক?

বর্তমানে গায়িকা রয়েছেন জি বাংলার বহু পুরনো জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পা এর কাজে ব্যস্ত। সেখানে পার্টিসিপেন্টদের তৈরি করে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর পাশাপাশি জোর কদমে চলছে তার স্টেজ পারফরমেন্সও। আবার গানের পাশাপাশি কাজ শুরু করেছেন অভিনয়তেও। সব মিলিয়ে ইমন এখন বেশ জাকির রোজগার করছেন।

Related Articles

Back to top button