বিনোদন

কলকাতার দুর্গা পুজোর থিমে এবার কেকে আর তার গান! এভাবেই গায়ককে শ্রদ্ধা জানাবে মহানগরী!

কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে এসে চিরতরে গান থেমে যায় বলিউড গায়ক কে কের। ‘কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ খ্যাত গায়ক কেকে তার গাওয়া গানকেই সার্থক করে দিয়ে গেলেন তার জীবনে। কয়েকটি গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন, এরপর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। অকালে চলে গেলেন গায়ক, রয়ে গেলো তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর আর অসাধারণ সব গান। ৩১ শে মে কলকাতাতে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, তার মরদেহ কে শেষ শ্রদ্ধা জানিয়ে এরপর পাঠিয়ে দেওয়া হয় মুম্বাইতে। এরপরে নজরুল মঞ্চে অনুপম রায় গায়ক কে কে-কে শ্রদ্ধা জানিয়ে দুই মিনিটের নীরবতা পালন করে গায়কের গাওয়া ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ গানটি গেয়ে তার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।

আরও পড়ুন: প্রেমিকা, দ্বিতীয় বউ থেকে এবার শোভনের শাশুড়ি মা বৈশাখী! শোভনকে জামাইষষ্ঠী খাইয়ে আশীর্বাদও করলেন বৈশাখী!

নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অমল চক্রবর্তী, কিন্তু সেই দিন তার বিশেষ কাজ থাকবার জন্য তিনি অনুষ্ঠানে যেতে পারেননি। এরপর ৫৩ বছর বয়সে গায়কের আকস্মিক মৃত্যুর খবর তাকে আরো ব্যথাতুর করে তোলে। শিল্পীর শেষ অনুষ্ঠান দেখতে না পাওয়ার আক্ষেপ তার মধ্যে দৃঢ়রূপে তৈরি হয়। তাই গায়ক কে শেষ বারের মত শ্রদ্ধা জানাতে কবিরাজ বাগানের পুজোর থিমে কেকের শেষ অনুষ্ঠানের দৃশ্য ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রতিবারই কবিরাজ বাগানের পুজোর থিম অমলবাবু ঠিক করেন। এইবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে নজরুল মঞ্চের আদলে তৈরি হবে তার পুজো মণ্ডপ। সেইখানে বলিউড গায়ক কেকে-র একাধিক মূর্তি থাকবে এই মূর্তিগুলি সিলিকন দিয়ে তৈরি হবে। এগুলি তৈরি করবেন কুমোরটুলির শিল্পী মন্টি। ইতিমধ্যে সেই মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়ে গিয়েছে শিল্পী কে। শেষ অনুষ্ঠানে যে ২০ টি গান গেয়েছিলেন কে কে তা বাজানো হবে মণ্ডপে। এইদিন কলকাতাতে আসবার আগে সেলফি পোস্ট করেছিলেন গায়ক, মৃত্যুর পরেও তাকে গান স্যালুট করা হয়েছে, পুজো মণ্ডপে কেকের জীবনের এই সব গুরুত্বপূর্ণ সমস্ত মুহূর্ত‌ই ফুটিয়ে তোলা হবে আর এই ভাবেই কলকাতা মহানগরী গায়ককে আরো একবার শ্রদ্ধা জানাবে।

আরও পড়ুন: ভারতীয় নোটে গান্ধীজীর পাশে রবি ঠাকুর আর কালামের ছবি থাকবে এইবার থেকে! প্রস্তাব পেশ করল আর বি আই

প্রসঙ্গত উল্লেখ্য ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী উঠে এসেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার, যদিও মানুষজন নজরুল মঞ্চের কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙুল তুলছেন এবং অনেকেই কলকাতা শহরের পরিষেবার গাফিলতির দিকে আঙুল তুলেছেন।

Related Articles

Back to top button