“হু ইজ স্বাগতালকষ্মী? বেরিয়ে যান এখান থেকে” রূপংকরের সুরে অপমান গায়িকা কে!

বলিউডের জনপ্রিয় গায়ক কে কে সম্পর্কে রূপঙ্কর বলেছিলেন,“Who is kk?” সেই একই বক্তব্যের প্রতিফলন ঘটলো এইবার গায়িকা স্বাগতালকষ্মী দাশগুপ্তের ক্ষেত্রে। রবীন্দ্রসঙ্গীতে অসাধারণ দখল রয়েছে যার তিনি স্বাগতালকষ্মী। গীতবিতানের প্রতিটি গান গেয়েই তিনি নজির তৈরি করেছেন। এই রকম একজন প্রথিতযশা শিল্পী এইবার চরম অপমান এর শিকার হলেন একজন মহিলার দ্বারা। একজন মহিলা প্রথিতযশা এই সংগীতশিল্পীকে চরম অপমান করেন এবং তিনি কে তা জানতে চেয়ে বলেন, বেরিয়ে যান এখান থেকে। অপমানিত হয়ে বেরিয়ে আসেন বিখ্যাত এই সঙ্গীত শিল্পী। সবথেকে অবাক করার মত বিষয় হলো স্বাগতালকষ্মী এই অপমান সহ্য করতে হয়েছে একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস ডিম পাউরুটি বিক্রি করছেন রাস্তায়!
একটি বিয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে একজন মহিলা স্বাগতালকষ্মীকে বলেন, “হু ইজ স্বাগতালকষ্মী? বেরিয়ে যান এখান থেকে”। তার এই বক্তব্যের সাথে রূপংকরের কেকে বিষয়ক বক্তব্যের মিল রয়েছে। এই প্রসঙ্গে গায়িকা একটি সংবাদমাধ্যমকে বলেন,“ ওই মহিলা কি রূপঙ্করের ভিডিওটি দেখে প্রভাবিত হয়েছেন?” উত্তর জানা নেই তবে তাকে প্রকাশ্যে এইভাবে অপমান করবার জন্য তিনি চাইলেই আইনি ব্যবস্থা নিতে পারতেন তবে শিল্পী তা করেননি। উল্টে তিনি ওই মহিলার জন্য প্রার্থনা করতে চেয়েছেন যে, ওই মহিলার শুভবুদ্ধির উদয় হোক।
গত বুধবার স্বর্ণাশিস মুখোপাধ্যায়ের রিসেপশনে আমন্ত্রিত ছিলেন সংগীত শিল্পী স্বাগতালকষ্মী নাগেরবাজার এলাকায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেখানে যেতে প্রথিতযশা শিল্পীকে দেখে আমন্ত্রিতরা তাকে নিয়ে মাতামাতি শুরু করে। বর কনেকে ভুলে সবাই স্বাগতা লক্ষীর সাথে সেলফি তুলতে আগ্রহী হয়ে ওঠেন এর ফলে অত্যন্ত রেগে যান পাত্রের মা। তিনি সবার সামনে চিৎকার করে বলতে থাকেন,“ হু ইজ স্বাগতালক্ষ্মী? বেরিয়ে যান এখান থেকে।” বিন্দুমাত্র সময় নষ্ট না করে এই কথা শুনে শিল্পী বেরিয়ে যান সেই রিসেপশন অনুষ্ঠান থেকে শিল্পীর ভক্তরা এরপর পুলিশে অভিযোগ করতে চাইলেও শিল্পী তা চাননি।
প্রসঙ্গত উল্লেখ্য এই দিন কে কে রূপঙ্কর বিতর্ক নিয়ে স্বাগতালক্ষ্মী বলেন যে, “রূপঙ্কর অত্যন্ত গুণী শিল্পী। তবে কেকের বিরুদ্ধেও যা বলেছে আমি সমর্থন করি না। ওই আত্মঘাতী ভিডিওটা ও নাই করতে পারত !” সম্প্রতি রূপংকরের স্ত্রী ও কলম ধরে বলেছেন যে, তার স্বামী নিছক বোকা, দুনিয়াদারিতে নেহাত কাঁচা বলেই এরকম একটি কথা বলেছেন।