গুরুতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন শ্রীলঙ্কা! সাহায্যের কাতর আর্জি সোশ্যাল মিডিয়ার সেনসেশন কন্যা ‘মানিকে মাগে হিতে’ খ্যাত ইয়োহানির

বিগত কিছুদিন ধরেই একথা আর বিশ্বের প্রায় সমস্ত দেশের কাছেই পৌঁছে গিয়েছে, এক চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এক বেলা খাওয়ারের জন্য সারা দেশ জুড়ে হাহাকার পড়ে গিয়েছে। যেখানে এক লিটার দুধের দাম ১৯০০ টাকা করে বিক্রি করে এক কেজি চাল ২০০ টাকা , কোনোভাবেই মানুষ অন্ন জোগাড় করতে পারছে না। এবার দেশের মানুষের জন্য আর্থিক সহায়তার কাতর আর্জি নিয়ে সোশ্যাল মিডিয়ার দারস্থ হয়েছেন, মানিকে মাগে হিতে খ্যাত শ্রীলঙ্কার বিখ্যাত গায়িকা, ইয়োহানি।
আরও পড়ুন: চোখ কপালে ওঠার জোগাড়! শেষ পর্যন্ত অভিনেতা দেব হাঁটলেন বামেদের মিছিলে! আসল রহস্য কি এর পেছনে?
ইয়োহানি এবং আরও অনেকে মিলে ব্যক্তিগত প্রচেষ্টায় এবং যৌথভাবে #ফর শ্রীলঙ্কা নামের একটি প্রচার কার্যের মাধ্যমে গো ফান্ড মি , একটি ফান্ডে এক মিলিয়ন ইউ এস ডি সংগ্রহ করার জন্য যৌথ প্রচারাভিযানে নেমেছেন। ইয়োহানি এই প্রসঙ্গে জানিয়েছিলেন, তিনি নিজে একজন শিল্পী হিসেবে বরাবর কর্মজীবনে অরাজনৈতিক থাকার চেষ্টা করে গেছেন। সেইসাথে তিনি নিজে ব্যক্তিগত ভাবে হোক বা তার টিম হোক কোনো প্রকারের পক্ষপাতিত্ব গ্রহণ থেকে শুরু করে অধিভুক্তি গ্রহণ এই সব বিষয় থেকে সর্বদা সচেতন থাকার চেষ্টা করে গিয়েছেন। কিন্তু তাঁর দেশের এমন দুরাবস্থা দেখে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে সচেষ্ট হয়েছেন।
তিনি এই বিষয়ে গভীরভাবে বিচার বিবেচনা করে দেশে ফিরে দেশের জনগণের হয়ে গলা তুলবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি দেশের কিছু জন শিল্পীর সাথে যৌথ উদ্যোগে দেশের খারাপ পরিস্থিতি তাঁর কিছু বাস্তব অবদান রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, বিভিন্ন বিদেশের প্রবাসী, বন্ধুবান্ধব, সহকর্মীদের থেকে সাহায্য গ্রহণ করে এক লক্ষর যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পূরণের চেষ্টা করা হবে।
তারপরেই তিনি একান্ত অনুরোধ জানিয়েছেন, ভারত সহ অন্যান্য সব দেশের কাছে সবাই যেনো তাঁর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসেন। শ্রীলঙ্কার এই খারাপ পরিস্থিতি তে তিনি সবার কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন। তিনি তাঁর সেই , মানিকে মাগে হিতে , গানের প্রসঙ্গ তুলে বলেছেন যেভাবে গানের মাধ্যমে সবাই ভালোবেসে ছিলেন সেভাবেই এই প্রকল্পের ক্ষেত্রে সবাই যেনো সদর্থক ভাবে এগিয়ে আসেন।
View this post on Instagram