বিনোদন

দাদাগিরির গ্র্যান্ড ফিনালে নাচবেন সৌরভ-ডোনা! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া ছাড়াও রয়েছে আরো অনেক চমক!

জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ খুব শীঘ্রই শেষ হবে তা অনেক আগে থেকেই জানা যাচ্ছিলো, যা নিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো মন খারাপের একটা আমেজ ছিল। কিছুদিন আগে দাদা সৌরভ গাঙ্গুলী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান যে, খুব শীঘ্রই এই শো শেষ হবে। তবে কবে শেষ হবে তা জানা যায়নি। অবশেষে সেই দিন চলে গেল। গত শুক্রবার দাদাগিরি গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গেলো, গ্র্যান্ড ফিনালের এই শুটিং স্বাভাবিকভাবেই যে চমকপ্রদ হল তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: বাঘের মাসি ভেবে খোদ বাঘমামাকেই ঘরে নিয়ে যায় খুদে, খেলার সাথী বানায় তাকে! তারপর কী হলো?

গ্র্যান্ড ফিনালের দিন দাদাগীরির মঞ্চে এইদিন হাজির হয়েছিলেন আয় খুকু আয় ছবির নির্মল মন্ডল ও তার মেয়ে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। গ্র্যান্ড ফিনালেতে রূপম, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো ও মনোময় ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন গান গাওয়ার জন্য। এইদিন প্রতিযোগীদের খেলায় সাহায্য করলেন বুম্বাদা।

শুক্রবার বিশ্ব বাংলা কনভোকেশন সেন্টারে দীর্ঘ ৯ ঘণ্টা ধরে এই শুটিং চলে। দাদাগিরির শেষ পর্বে একাধিক চমকের সাথে থাকছেন ডোনা গাঙ্গুলী। শুধু থাকছেন বললেই ভুল হবে, দাদাগিরির অন্তিম পর্বে দাদা আর ডোনাকে এদিন একসাথে নাচ ও করতে দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ডোনার নাচের স্কুল দীক্ষা মঞ্জরীর সাথে প্রথম থেকেই যুক্ত আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলী। ডোনা ও মেয়ে সানার বহু নাচের অনুষ্ঠানে‌ও দর্শক আসনে বসে স্ত্রী মেয়ের নাচ দেখেন দাদা। তবে দাদাকে স্ত্রীর সাথে একসাথে নাচ করতে এই প্রথম দেখা গেল।

আরও পড়ুন: কুড়ি বছর ধরে টলিউডের কাজের অফার প্রত্যাখান ফিরদৌসের! কী কারণে টলিউড বিমুখ হলেন অভিনেতা

এই দিন সৌরভ সাদা শার্ট ও কালো ভেস্ট ব্লেজার পরে ছিলেন অন্যদিকে ডোনা পরেছিলেন গোলাপি রঙের শাড়ি। এইদিন তারকা দম্পতি হিন্দি গানে বল ডান্স করেন। ‘ওম শান্তি ওম’ এর ‘আখো মে তেরি আজাব সি আজাব সি অদায়ে হ্যায়’ -গানে নাচ করেন দুজনে। বরাবরই ডোনা বলেছেন যে, বলিউডের কিং খান শাহরুখের ফ্যান তিনি। তাই এই দিন শাহরুখের গানেই পা মেলালেন সৌরভ ডোনা। প্রসঙ্গত উল্লেখ্য, গ্র্যান্ড ফিনালের এই এপিসোড টি ৫ জুন টিভির পর্দায় দেখানো হবে।

এছাড়া কিছুদিন আগে একটি খবরে জানা গিয়েছিলো যে, ২০ শে মে দাদাগিরির শেষ শুটিং হবে আর এই এপিসোডে হাজির হবেন বলিউডের সিংহম। এখানেই শেষ নয় জানা গিয়েছে যে, গ্র্যান্ড ফিনালের দিন অজয় দেবগনের সাথে হাজির হবেন অজয় পত্নী কাজল। গ্র্যান্ড ফিনালেতে এই দুই তারকা জুটি কী খেল দেখাবেন তা দেখতে উৎসুক হয়ে গিয়েছিলেন সকলে।

Related Articles

Back to top button