সৌরভ গাঙ্গুলী, জ্যোতি বসুর জন্মদিনই হয়ে উঠল প্রধান। জন্মদিনে বিপ্লব চট্টোপাধ্যায়কে ভুলে গেল বাঙালি? লোকচক্ষুর অন্তরালে-ই বাংলার ‘হিট ভিলেন’

আজ ৮ই জুলাই। আজকের দিনে বাংলার বুকে জন্মেছিল বেশ কয়েকজন সফল ব্যাক্তিত্ব। যারা প্রত্যেকেই বাংলা মায়ের মুখ উজ্জ্বল করেছিল। প্রথমজন হলেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় জ্যোতি বসু। আজ তার ১০৯ তম জন্মবার্ষিকী। অন্যদিকে আজ জীবনের হাফ সেঞ্চুরি পার করলেন বাংলার মহারাজা তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তাই আজ সারা সোশ্যাল মিডিয়া এই দুজনকে নিয়েই মেতে রয়েছেন। চারিদিকে তাদের ঘিরে নানানরকম পোস্ট। কিন্তু আজ এই দুজনের পাশাপাশি যে আরও এক বঙ্গ সন্তানের জন্মদিন তা বেমালুম ভুলে গেছেন। বাংলা চলচ্চিত্র জগতে যার অবদান অসামান্য। সেই বিপ্লব চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোথাও তাকে নিয়ে একটা পোস্টও দেখা যায়নি সারাদিনে।
এক সময় কার বাংলা চলচ্চিত্রের নাম্বার ওয়ান ভিলেন ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। তার অভিনয়ে গায়ে কাঁটা দিয়ে উঠতো দর্শকের। লোক দেখানো চাকচিক্য তার কোনদিনই পছন্দ নয়। ঠোঁট কাটা জবাব দিতে তিনি পছন্দ করেন। একেবারে সোজাসাপটা মানুষ এককথায়। যার জন্য মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা। বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও মুখ খুলে একবার খবরের শিরোনামে নামে উঠে এসেছিলেন তিনি। এমনকি বর্তমান সময়ের ধারাবাহিক গুলি নিয়েও বক্তব্য করায় তাকে নিয়ে কটাক্ষ হয়েছিল।
তবে কেন বাংলার মানুষ আজকের দিনে অভিনেতা জন্মদিন ভুলে গেলেন? তাহলে কি তাকে নিয়ে এখন আর কোনো মাতামাতি নেই? সোশ্যাল মিডিয়ার এই চাকচিক্য লোক দেখানো ভালোবাসার মাঝে কি তিনি হারিয়ে গেলেন?