‘আমার জীবন আমার নিয়মে চলবে!’বারংবার সমালোচনায় বিরক্ত হয়ে ট্রোলারদের উদ্দেশ্যেই কি মোক্ষম জবাব দিলেন শ্রাবন্তী?

অনেক সময় অনেক কথা আমরা মুখে বলতে পারিনা কিন্তু সেই কথাগুলো খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে উঠে আসে। যে কথাগুলো আমরা কাউকে বলতে পারি না সেই কথাগুলো বিভিন্ন পোষ্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিই, এতে অন্যান্য মানুষেরা সেটা না বুঝলেও যাকে উদ্দেশ্য করে দেওয়া হয় সে ঠিকই বুঝতে পারে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীও এই নীতিতে বিশ্বাসী। যা-কিছু তিনি প্রকাশ্যে বলতে পারেন না তা তার ইনস্টাগ্রামে ফুটে ওঠে।
স্বামীর সাথে ঝামেলার বিষয় হোক অথবা নতুন প্রেমিকের সাথে প্রেম সবটাই তার ইনস্ট্রাগ্রামে ফুটে ওঠে। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন এই পোস্টে তিনি আবারো একটি বার্তা দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা কালো শার্ট পরেছেন অভিনেত্রী, সুন্দর করে সেজেছেন তিনি তারপর লেন্স বন্দী হয়ে নানা ভঙ্গীতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। তার পোস্টে ক্যাপশনও দিয়েছেন বেশ আকর্ষণীয় ভাবে। এমন ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী যা সবার নজর কাড়বে।
View this post on Instagram
পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “my life my rules my attitude” অর্থাৎ আমার জীবন তাই নিয়ম ও আমার মেজাজ ও আমার।- এই ক্যাপশন এর মধ্য দিয়ে অভিনেত্রী সকলকে বার্তা দিয়েছেন যে তার জীবনে তিনি কী করবেন না করবেন তার সবটাই তার নিজস্ব নিয়মে বাধা, অন্য কারোর বক্তব্যের বা অন্য কারোর নিয়মের তোয়াক্কা করেন না তিনি।
আসলে ইন্ডাস্ট্রিতে দুই দশকের উপর কাজ করা এই অভিনেত্রী প্রায়শয় ট্রোলিংয়ের শিকার হন তারওপর অপ্রত্যাশিতভাবে ছুটে আসে কটাক্ষ বাণ। তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সমালোচনার শিকার হন প্রায়, পরপর তিনটি বিয়ে ও সেই সমস্ত বিয়ের পর বিবাহ বিচ্ছেদ, চতুর্থ প্রেম- এই সবকিছুর কারণে কিছু মানুষ অযাচিতভাবে তাকে উপদেশ দান করেন, তাকে নিয়ে কটাক্ষ সমালোচনা করেন। অভিনেত্রী যায় পোস্ট করুন না কেন তা তার নিজের ছবি হোক ভিডিও হোক অথবা অন্য কোনো অভিনেত্রীর সাথে রিল ভিডিও সবেতেই কটাক্ষের শিকার হন তিনি। এই যেমন কিছুদিন আগে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে একটি রিল ভিডিও বানান শ্রাবন্তী, এরপর কটাক্ষ বান সহ্য করতে হয় তাকে। ট্রোলাররা সরাসরি বলতে থাকেন যে, নিউকামার দিতিপ্রিয়াকেও কি নিজের মতো করে তৈরি করতে চান তিনি?
কেউ কেউ আবার সরাসরি দিতিপ্রিয়া কে কটাক্ষ করে লেখেন তুমি কি তোমার শ্রাবন্তী আন্টির মতই হতে চাইছো?- এই সমস্ত সমালোচনার সেই মুহূর্তে কোন উত্তরই দেননি শ্রাবন্তী। অনেকে মনে করছেন এইবার পোষ্টের মাধ্যমে আকারে-ইঙ্গিতে ট্রোলারদের কাছে তিনি বার্তা দিচ্ছেন যে, তার ব্যক্তিগত বিষয় তিনি কীভাবে কাটাবেন তা নিয়ে কারোর হস্তক্ষেপ করা উচিত নয়।