বিনোদন

রাজ্য সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলে বিস্ফোরক দাবি শ্রীলেখা মিত্রের

সব সময় শিরোনামে থাকেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কখনো টলিউডের অন্দরে থাকা নেপোটিজম বিতর্ক উস্কে দিয়ে, কখনো বা টলিউডের হেভিওয়েটদের বিরুদ্ধে কথা বলে, কখনো সর্বজয়ার দেবশ্রী রায়ের পক্ষে দাঁড়িয়ে কলম তুলে তিনি সব সময় আলোচনার মধ্যেই থাকেন। সম্প্রতি রাজ্য সরকারের প্রতিহিংসাপরায়ণতার কথা বলে পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন শ্রীলেখা মিত্র। রাজ্য সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলেছেন তিনি। কারণ? তার অভিনীত ‘ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা’ যে ছবিটা কিনা ভেনিসে পৌছে গিয়েছিলো, সেই ছবি ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাছে ব্রাত্য!!! এর পিছনে কী কারণ থাকতে পারে তাই খুঁজে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি করা তার পোস্টে তিনি লিখেছেন, তার অভিনীত ছবি বিদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পেলেও নিজের শহরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি নিমন্ত্রিত থাকেন না, এমনকি তাকে একটা ফোন পর্যন্ত করা হয় না। এর কারণ কী শ্রীলেখার লেফ্ট ঘেঁষা রাজনৈতিক মতাদর্শ নাকি অন্য কোন অজ্ঞাত কারণ আছে এর পিছনে? খুঁজে চলেছেন স্পষ্টবাদী অভিনেত্রী শ্রীলেখা।

আরও পড়ুন: “কেউ এলেই জিজ্ঞেস করি সত্যজিতের ছবি দেখেছেন কিনা” – ফিল্ম ফেস্টিভালে সত্যজিৎ রায়ের সাথে নিজের একাত্মতা বোধ নিয়ে কথা বললেন পরিচালক সুজিত সরকার

নিজে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, “কেআইএফএফ ২০২২ থেকে কোন ইনভাইট আসেনি, এমনকি একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার পলিটিক্যাল ওপিনিয়ন এর কারণে না অন্য কোন অজ্ঞাত কারণ আছে।” এরপরই পশ্চিমবঙ্গের সরকার ও তৃণমূল সরকারকে প্রতিহিংসার সরকার বলে উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি করবার তিন ঘন্টা পর, শ্রীলেখা আরো একটি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছিলো, আলিপুর চিড়িয়াখানার একটি প্ল্যাকার্ডের ছবি পোস্ট করেছেন তিনি। আলিপুর চিড়িয়াখানার সেই প্ল্যাকার্ডের ছবিতে দেখা যাচ্ছে লেখা আছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে জন্ম নেওয়া সিংহ শাবকদের আজ দর্শকদের জন্য উন্মুক্ত করলেন মাননীয় মন্ত্রীবর শ্রী রাজীব ব্যানার্জি।” এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “অনুপ্রেরণায় কী না হয়। এই পোস্টটার সাথে আমার Kiff এ ইনভাইট না পাওয়ার কোনো যোগ বিয়োগ নেই। আমি আবার অতটা Vindictive ন‌ই।”

আরও পড়ুন: সঞ্চালিকার পোশাক দেখে মন্তব্য করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, পরে নিজেই কাঁধ খোলা জামা পরে কটাক্ষের শিকার হন

প্রসঙ্গত উল্লেখ্য , ব্যাঙ্গালুরুর একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলো শ্রীলেখা মিত্র পরিচালিত শর্ট ছবি ‘এবং ছাদ’ এরপর দিন কয়েক আগেই শ্রীলেখা মিত্র আবার নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা’ র কারণে এই পুরস্কারটি পেয়েছিলেন তিনি আর সেই ছবি কিনা তার শহরের অনুষ্ঠানে ব্রাত্য হয়ে গেলো- প্রশ্ন তুলেছেন শ্রীলেখা!

Related Articles

Back to top button