নদীয়ার হাঁসখালি এবার মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, পরিচালকের ভাষায় তিনি ‘হতবাক এবং বাকরুদ্ধ’!

সারা রাজ্য তথা সমগ্র সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে নদীয়ার হাঁসখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে। বিশ্বব্যাংলা প্রাঙ্গণের তরফে যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের একাধিক সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যা নিয়ে সারা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নদীয়ার হাঁসখালির নাবালিকা ধর্ষণ কান্ড নিয়ে করা মন্তব্যকে মোটেই যুক্তিসঙ্গত বলে অধিকাংশরাই মেনে নেননি উলটে এই মন্তব্যের বিরোধিতা করেছেন জনগনরা। বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার তৃণমূল সুপ্রিমোর করা মন্তব্য নিয়ে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়।
পরিচালক মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকে অসংবেদনশীল এবং আপত্তিকর এই শব্দ গুলির দ্বারা নিজের মনের ভাব ব্যক্ত করেছেন সর্বসমক্ষে। নদীয়ায় হাঁসখালিতে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল। পরে ধর্ষনের সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টায় রাতারাতি মৃত কিশোরীকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়। যদিও পরবর্তী সময় কিশোরীর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ জমা না পড়লেও চাইল্ড লাইনের পক্ষ থেকে থানায় অভিযোগ জমা পড়ে। বর্তমানে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহল তথা রাজ্যের জনগণকে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় এইদিন ঘটনা সম্পর্কে রীতিমতো প্রশ্ন তুলেছেন। সত্যতা নিয়ে। ঘটনাটি আদৌ ধর্ষণ নাকি অন্যকিছু ঘটেছে তাই নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তিনি। তিনি ঘটনা নিয়ে বলেছেন, “রেপ বলবেন, নাকি প্রেগনেন্ট বলবেন? নাকি লাভ অ্যাফেয়ার বলবেন? মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি………” আবার তিনি সন্দেহ প্রকাশ করেছেন, ঘটনা ঘটার পাঁচদিন পরে কেনো অভিযোগ দায়ের হলো? মেয়েটির পরিবারের সদস্যরা দেহ পুড়িয়ে দিয়ে অভিযোগ জানালেন কেনো? এতে ঘটনার তদন্ত করতে সমস্যায় পড়তে হবে বলে বলেন তিনি।
ঘটনা সম্পর্কে একজন প্রধানের মুখ থেকে এই মন্তব্য নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। এই প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, হাঁসখালি ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যেকে তিনি আপত্তিকর এবং অসংবেদনশীল বলেছেন। পরিচালক এই মন্তব্যে, ‘হতবাক এবং বাকরুদ্ধ ‘ হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই উত্তাল হয়ে ওঠে সারা রাজ্যের বিরোধীরা। মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্যকে কেউ মেনে নিতে পারছেন না। তার পর পরিচালকের করা এই পোস্ট নিয়ে শুরু হয়েছে একাধিক মহলে বিতর্ক।