বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন শুভশ্রী, রাজের বাড়িতে কতটা কি কাজ করতে হয় সেই নিয়ে বললেন অভিনেত্রী, বিবাহিত জীবন ফাঁস করলেন শুভশ্রী দিদি নম্বর ১-এ

টলিউডের জনপ্রিয় জুটির মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। এর আগেও আমরা বহু পরিচালক অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন খবর পেয়েছি। রাজ আর শুভশ্রীর বিয়ে নতুন কিছু নয়। কিন্তু সেই সময় অর্থাৎ দুই তারকার বিয়ের সময় রাজের সাথে মিমির সম্পর্ক নিয়ে বেশ একটা গুঞ্জন চলছিল টলিপাড়ায়। কিন্তু বর্তমানে রাজ ও শুভশ্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বেশ ভালোই আছেন। দর্শকের সামনে একে অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোন সুযোগ ছাড়েন না দুজনের কেউই। যদিও এখন তাঁরা দুজনেই ব্যস্ত তাঁদের একমাত্র ছেলে ইউভানকে নিয়ে। সবসময়ই ছেলেকে ঘিরে বিভিন্ন পোস্ট করে থাকেন তারকা দম্পতি।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর একটি ক্লিপিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিয়ের পর প্রথমবার উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। জনপ্রিয় নন ফিকশন শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা রচনা শুভশ্রী কে প্রশ্ন করেছিলেন যে তাঁকে শ্বশুরবাড়িতে, ঠিক কি কি কাজের দায়িত্ব পালন করতে হয়? অর্থাৎ কি কি কাজ করতে হয়? সে প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তাঁকে বাড়ির কোন কাজই তেমন করতে হয় না। তাঁর শাশুড়ি মা অর্থাৎ রাজের মা চান যে তাঁর পুত্রবধূ একেবারে রানী হয়ে থাকুক। সকালের কফি ও নিজে হাতে বানান রাজ।
এছাড়াও অভিনেত্রী আরো জানিয়েছিলেন, অভিনেত্রী নিজে রান্না করতে ভালোবাসেন। ভেবেছিলেন এখন কাজের চাপে হয়তো রান্না করা হয়ে ওঠে না। তবে বিয়ের পর কুকিং স্কিল আরো বাড়বে তাঁর। কিন্তু হল তার একদম উল্টো। বরং রান্না না করতে করতে এখন আর ইচ্ছেই করে না। অন্যদিকে রচনাকে শুভশ্রী বলেন, “সবাই বলে বিয়ের আগেই ঠিক আছে, একদম বিয়েটিয়ের কথা বলিস না। এমনকী আমার মা-ও বলত, একদম বিয়ের কথা ভাববি না এখন। কিন্তু আমি সবাইকে বলব যারা তৈরি তাঁরা বিয়ে অবশ্যই করুন। দারুণ অভিজ্ঞতা।”
প্রসঙ্গত ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। সেই সময় রাজের সাথে অভিনেত্রী মিমির সম্পর্ক নিয়ে বেশ একটা গুঞ্জন ছিল টলিপাড়ায়। কিন্তু তাঁদের সম্পর্কের ভাঙ্গনের কথাও শোনা যায় সেই সময়। আর তারপর এই শুভশ্রীর সঙ্গে প্রেম রীতিমতো তাড়াহুড়ো করেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। হঠাৎ করেই আয়োজন করা হয়েছিল বাওয়ালির রাজবাড়ীতে বিয়ের আসর। দ্বিতীয় বিবাহবার্ষীকির দিন ‘রাজশ্রী’ জুটি দেয় সন্তান আসার সুখবর দেন সকলকে। ২০২০ সালেই সেপ্টেম্বরেই জন্ম হয় ইউভানের। অর্থাৎ চলতি মাসেই রাজ-শুভশ্রীর এক মাত্র পুত্রের বয়স হবে ২ বছর। বর্তমানে এই দম্পতি বেশ সুখেই আছেন পরিবারের সাথে।