বিনোদন

সবুজ শাড়িতে যেন অপরূপ সুন্দরী শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে নজর কাড়লেন প্রত্যেক নেটিজেনদের

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। তাকে নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। একেবারে সর্বগুণা সম্পন্না। বর্তমানে সংসার কাজ সন্তান সবকিছু একার হাতে সামলাচ্ছেন। দশ ভূজার মত সবদিকটাই সমানভাবে ব্যালেন্স করে চলছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ধর্মযুদ্ধ। অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জগতের দারুন অ্যাক্টিভ শুভশ্রী। হামেশাই তাকে বিভিন্ন ফটোশুটে দেখা যায়। আগে যে সমস্ত নেটিজেনরা তার বেবি ফ্যাটের কারণে তাকে নিয়ে কটাক্ষ সমালোচনা করত এখন সে সমস্ত নেটিজেনরাই তার সমস্ত হট ছবিতে ঘায়েল হচ্ছে।

ইউভান জন্ম নেওয়ার পরে শুভশ্রীর শরীরে অতিরিক্ত বেবি ফ্যাট জায়গা করে নিয়েছিল। যা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ব্যাপার কেই অস্বাভাবিক করে তুলেছিল নেটিজেনদের একাংশ। শুভশ্রীর শরীর নিয়ে তারা অতিরিক্ত সমালোচনা কটাক্ষ করেছিল। এক কথায় বডি শেভিং করেছিলেন অভিনেত্রীকে। যদিও তাতে কখনোই কোনো রকম কোনো পাত্তা দেননি অভিনেত্রী। নিজেকে ঠিক প্রমাণ করেছেন। কয়েকদিন বাদে জিম স্বাস্থ্য চর্চার মাধ্যমে নিজেকে ফিট এবং স্লিম করে তুলেছেন অভিনেত্রী। তারপর একের পর এক ফটোশুটের মাধ্যমে নেটিজেনদের রাতের ঘুম কেড়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন tinim যেখানে অভিনেত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। কোথায় সেই মেদ? কোথায় সেই অতিরিক্ত ফ্যাট? সবই উধাও। অভিনেত্রী ছবিতে সবুজ রঙের শিফনের একটি শাড়ি তার সঙ্গে মানানসই সবুজ রঙের স্লিভলেস ব্লাউজ পড়ে রয়েছেন এবং সঙ্গে হালকা নুড মেকআপ চুলটা খোলা আর এই সাজে অভিনেত্রী নানান রকম পোজে ফটোশুট করেছেন। অভিনেত্রীর সমস্ত ছবি দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা অভিনেত্রী রূপ যেন ঝরে ঝরে পড়ছে। কয়েক হাজার লাইক পড়েছে শুভশ্রীর এই ছবিতে এবং সকলেই অভিনেত্রীর প্রশংসা করেছেন।

Related Articles

Back to top button