বিনোদন

‘বৃদ্ধাশ্রমে রাখলেই ছেলে-মেয়ে খারাপ কেন’ প্রশ্ন তুলে বিতর্কের মধ্যে জড়ালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

গতকাল ছিল মাদারস্ ডে। সারা সোশাল মিডিয়া এই একটি দিনে ছেয়ে গিয়েছিল মায়েদের নিয়ে পোস্ট থেকে শুরু করে মায়েদের সাথে তোলা নানা ফটো দিয়ে। এই মাতৃদিবস নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। তবে একটি কথোপকথন তার মধ্যে বেশ বিতর্কের বিষয়বস্তু হয়ে উঠেছে। বৃদ্ধাশ্রম নিয়ে এইদিন নানা কথা উঠতে দেখা গিয়েছে। প্রশ্ন উঠেছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা নিয়ে। প্রায় সময় সংবাদমাধ্যমে আমরা চোখ রাখলে দেখতে বৃদ্ধ মা বাবার ওপর অত্যাচার বা বৃদ্ধাশ্রমে রেখে আসার মত কিছু ঘটনা এবার সেই জল্পনাকে ফের উসকে দিলেন অভিনেতা সপ্তর্ষি রায়। কিন্তু তাঁর মন্তব্য নিজে যত না জলঘোলা হয়েছে তার থেকেও বেশি বিতর্কের জন্ম দিয়েছে অপর এক অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর এই পোস্টের পরিপ্রেক্ষিতে করা কমেন্ট। সরাসরি অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, বৃদ্ধাশ্রমে রাখলেই ছেলে মেয়ে খারাপ কেনো হবেন?

আরও পড়ুন: বাবা ডেলিভারি বয়, মেয়ে প্রকাশ্যে রাস্তায় সংবাদমাধ্যমের সামনে গান গেয়ে সকলের মন জয় করলেন খুদে কন্যা, ভাইরাল সেই ভিডিও

সোশ্যাল মিডিয়ায় রবিবার এই বিশেষ দিন উপলক্ষে অভিনেতা সপ্তর্ষি রায় একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি বৃদ্ধাশ্রমের প্রসঙ্গ টেনে এনে লিখেছিলেন, ‘বলছিলাম, সবাই যদি মাকে এত ভালোবাসেন তাহলে বৃদ্ধাবাসগুলোতে কারা থাকেন?! তাঁদের ছেলেমেয়েরা বোধহয় কেউই এই ফেবুপাড়ায় নেই!!’যথারীতি অভিনেতার কথায় অধিকাংশ নেটিজেন প্রশংসা করেছেন সাথে সাথে সমর্থন করেছেন। কিন্তু তার মাঝেই এই মন্তব্যের একেবারে বিপরীতে হেঁটে এই পোস্টের নিচে কমেন্ট করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা। যাঁর কমেন্ট ঘিরেই যত ধরনের বিতর্কের সূত্রপাত।

অভিনেত্রী এই পোস্টের নিচে নিজের মত ব্যক্ত করে লিখেছিলেন, বৃদ্ধাবাসের সঙ্গে মা-বাবাকে না ভালোবাসার কোন সম্পর্ক কিন্তু নেই । আজকের নিউক্লিয়ার ফ্যামিলির দায়িত্ববান ছেলে-মেয়েরা বাবা-মাকে বৃদ্ধাবাসে রাখেন তাঁদের সুবিধার জন্যই। আমরা সারাদিন কাজের পিছনে ছুটব, টাকা রোজগার করব, বাচ্চা মানুষ করব, নানান দায়িত্ব পালন করব সারাদিন, আর মা-বাবা একা একা বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখে একাকিত্ব কাটানোর ব্যর্থ চেষ্টা করবেন, কোনও এমার্তেজেন্সিতে দায়িত্ববান কাউকে তক্ষুণি আশেপাশে পাবেন না… এমন অবস্থায় রেখে দেওয়ার চেয়ে অনেক স্বাস্থ্যকর হল সমবয়সী আরও অনেকগুলো মানুষের সঙ্গে অবসর জীবন কাটানো। দরকারে, মেডিক্যাল এমারজেন্সিতে পাশে সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন পাওয়া অনেক বেশি জরুরি।’

আরও পড়ুন: সুপার মাদার শ্রেয়া! গানের স্টুডিওতে গান করতে এসে ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলেন!

অভিনেত্রীর এই কমেন্ট থেকে একেবারে স্পষ্ট যে বাবা মাকে সাথে রাখার থেকেও অধিক জরুরী তাঁদের দায়িত্ব নেওয়া অর্থাৎ ভালো রাখার দায়িত্ব পালন করা। নিজের বাড়িতে থাকাকালীন অনেক সময় তাঁরা একাকীত্বে ভুগে থাকেন সেখানে বৃদ্ধাশ্রমের ক্ষেত্রে সমবয়সীদের সাথে সময় কাটিয়ে মন ভালো রাখতে পারবেন। কিন্তু অভিনেত্রীর মতের সাথে একেবারেই সহমত হতে পারেননি যে অভিনেতা সপ্তর্ষি সেকথা আবার পরের কমেন্টে জানিয়েছেন তিনি। বৃদ্ধাশ্রম বিতর্কে বেশ বিষয়টি জোরালো হয়ে উঠেছিল এইদিন।

Related Articles

Back to top button