বিনোদন

স্টেস মার্ক নিয়েই বিকিনি পরে হট ছবি দিলেন বাঙালি কন্যা সুমনা চক্রবর্তী! তার সাহস দেখে মুগ্ধ নেটিজেন!

কপিল শর্মা কমেডি শো দেখেছেন অথচ সুমনা চক্রবর্তীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। জনপ্রিয় এই কমেডি শো এর মুখ্য চরিত্র সুমনা চক্রবর্তী। বাঙালি এই মেয়েকে কপিল শর্মা কমেডি শো তে সকলে ভুঁড়ি নামে চেনেন। লোককে হাসাতে সে ওস্তাদ। মানুষকে কি কৌশলে হাসাতে হয় তা সে ভালো মতই জানে! এই শো যারা দেখেন তারা প্রত্যেকেই তাই সুমনার অনুরাগী হয়ে ওঠেন।

আরও পড়ুন: “কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগেছিলাম”- দিদি নং ওয়ানের মঞ্চে এসে জানালেন অভিনেত্রী অনামিকা সাহা!

কাজের ক্ষেত্রে সুমনা চক্রবর্তীর কাজের শুরুটা হয়েছিলো ১১ বছর বয়সে। ‘মন’ ছবিতে কাজ করার মধ্য দিয়ে প্রথম রুপোলি পর্দার জগতে আসেন তিনি। এরপর ২০১১ সালে বালাজি টেলিফিল্মসের সিরিয়ালে বড় চরিত্রে তাকে কাজ করতে দেখা যায়। এমনকি ‘বরফি’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। তবে এই সমস্ত কাজ ছাড়িয়ে বড় হয়ে ওঠে তার কপিল শর্মা কমেডি শোতে করা কাজটি। এখানে তার মজার চরিত্রটি সকলের মন ছুঁয়ে যায়।

কথায় বলে মানুষকে কাঁদানো তো খুবই সহজ কঠিন তো মানুষকে হাসানো। কপিল শর্মা কমেডি শো তে সুমনা চরিত্র সম্পর্কেও এটাই বলা যায়। প্রতিটা মুহূর্তে মানুষকে হাসানোর কাজ করে চলে সে। কিন্তু অনেকেই হয়ত জানেন না প্রদীপের তলায় থাকা অন্ধকারের মতো সর্বক্ষণ সকলকে হাসিয়ে রাখা মজার মানুষটির‌ই বেশিরভাগ সময় মন খারাপ থাকে।

আরও পড়ুন: নায়ক হ‌ওয়ার কথা ছিলো ববি দেওলের! করিনার শর্তেই কি ‘জব উই মেট’এ নায়ক হন শহিদ?

হ্যাঁ প্রায় সময় মুড বিগড়ে যায় তার, কারণ সুমনা বহু দিন ধরে এন্ড্রোমেট্রোসিসের সমস্যায় ভুগছেন। এই সমস্যার কারণে বেশিরভাগ সময়ই মন খারাপ থাকে তার। তবে এই অসুখকে হারানোর জন্য তিনি রীতিমতো শরীরচর্চা ও নিয়ম পালন করেন এই কথা নিজে মুখেই জানিয়েছেন সুমনা।

সম্প্রতি তার কতগুলি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে নিজের পুরোনো বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেছেন তিনি। এর আগে তিনি হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন সেখানকার ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে পাহাড়ি ঝরনাতে স্নান করার ছবি‌ও দিয়েছেন তিনি।

একইসাথে পুরনো বেড়াতে যাওয়ার ছবিগুলি শেয়ার করে জানিয়েছেন মে মাসের গরমের ছুটিতে আবার হিমাচল প্রদেশে যেতে চান সুমনা। সম্প্রতি বিকিনি পরে সুমনা যে ছবিগুলো পোস্ট করেছেন সেই ছবিগুলিতে তাকে প্রচন্ড পরিমানে হট লাগছে তবে এই সমস্ত ছবিগুলিতে তার পিঠে ট্যাটু যেমন ফুটে উঠেছে তেমনি পায়ে স্ট্রেচ মার্ক‌ও স্পষ্ট হয়ে উঠেছে। যদিও তা নিয়ে কোনোরকম ভাবনা চিন্তা নেই সুমনার। অত্যন্ত সাহসের সঙ্গে এই ছবিগুলো পোস্ট করেছেন তিনি আর তার এই মনের জোর দেখে তার ভক্তরা তাকে নিয়ে রীতিমতো গর্ব অনুভব করেছেন।

Related Articles

Back to top button