বিনোদন

স্টার কিডদের মাদক নেশার কথা শুনলে বাচ্চা ভেবে ক্ষমা করে দিন: সুনীল শেট্টি!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর পর থেকেই বারবার মাদক কাণ্ডে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের নাম জড়িয়েছে। মাদক কান্ডে নাম জড়িয়েছিল সুশান্ত প্রেমিকার রিয়া চক্রবর্তীর এরপর বলিউডের কিং খান পুত্র আরিয়ান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুরের দাদা সিদ্ধান্ত কাপুরের‌ও নাম জুড়ে গিয়েছে মাদক কাণ্ডে। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউডের সুনীল শেট্টি। একটি আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিবিআই তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন ববি তারকা সুনীল শেট্টি সেখানে উপস্থিত হয়ে স্টার কিডদের মাদক কাণ্ডে নাম জড়ানো নিয়ে চাঞ্চল্যকর বক্তব্য রাখেন তিনি।

সুনীল বলেন, স্টারকিডরা মাদক সেবন করলে বাচ্চা ভেবে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। এর পাশাপাশি তারকাদের মাদক মামলায় কীভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় এবং সাম্প্রতিককালে ট্রেনিং হওয়া বিষয়ে #বয়কট বলিউড ও #বলিউড ড্রাগস নিয়েও কথা বলেন তিনি। এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখতে গিয়ে ধড়কন অভিনেতা সুনীল বলেন,“একটা ভুল করলেই চোর হয়ে যায়। আমি গত 30 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি এবং আমার প্রায় 300 বন্ধু রয়েছে যারা নিজেদের সম্পূর্ণ জীবনে এমন কিছু করেনি।” অভিনেতার কথায় পুরো বলিউড টা নেশাখোর মানুষে ভর্তি নয়, তবে মানুষ মাত্রই ভুল করেন ঠিক তেমনি তারকা সন্তানরাও বয়সে অনেক ছোট তাই তারাও যদি ভুল করে সেগুলোকেও ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত। সুনীল শেট্টি বলেন,“বলিউড কিন্তু মাদক সেবনকারী মানুষে ভর্তি নয়। আমরা অনেক সময় ভুল করি। ওদের ও শিশু ভেবে ওদের ভুল গুলো ক্ষমা করে দেবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখ খানের পুত্র আরিয়ানকে মাদক মামলায় গ্রেপ্তার করা হলেও বর্তমানে সকল অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। শ্রদ্ধা কাপুর দাদা সিদ্ধান্ত ও ব্যাঙ্গালোরের একটি পার্টিতে মাদক সেবন করার জন্য আটক হয়েছিলেন পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

Related Articles

Back to top button