বিনোদন

‘একরাশ পজেটিভ এনার্জি নিয়ে এসেছে আমাদের বাড়িতে, এত মাটির মানুষ’! বৌদিকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন ভিকির ভাই সানি

কিছুদিন পূর্বেই এক হেভিওয়েট বিয়ের সাক্ষী থেকেছিল বলিউড থেকে তাদের সমস্ত অনুরাগীরা। রাজস্থানে বসেছিল বিয়ের আসর। এতক্ষনে কাদের কথা বলা হচ্ছে তা আর বুঝতে বাকি নেই। ঠিকই ধরেছেন, সদ্য বিবাহিত যুগল ভি – ক্যাটের কথাই বলা হচ্ছে। কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফ , বিয়ের পর কৌশল পরিবারের বউ হয়ে গিয়েছেন। তবে নেটিজেনদের মতে, ভিকি ও ক্যাটের বেড়ে ওঠার মধ্যে বিস্তর পার্থক্য।

আরও পড়ুন: ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে হাজির অভিনেত্রী সোনালি ও তার স্বামী রজত ঘোষ দস্তিদার, একেবার বৌভাতের সাজে সেজে উঠলেন অভিনেত্রী!

মধ্যবিত্ত পরিবারের ছেলে ভিকি সেখান থেকেই তাঁর বলিউডের জগতে প্রবেশ। ভিকির মা বাবাও একেবারে মাটির মানুষ। জীবনযাত্রা যথেষ্ট সাধারণ হবে এটা বলাই যায়। অন্যদিকে একেবারে অন্য কালচার থেকে উঠে আসা ক্যাটরিনা কাইফ কি মানিয়ে নিতে পারবে ভিকির পরিবারে গিয়ে ? এই নিয়ে বেশ জল্পনা চলছিল অনুরাগীদের মধ্যে।

সমস্ত সমালোচনার মুখ বন্ধ করে দিয়েছে ভিকি ক্যাটের মধ্যেকার অসাধারণ এক বন্ধন। ভালোবাসার সেই বন্ধনের দ্বারা দুই পরিবারের মধ্যে এক দারুণ বন্ডিং তৈরি হয়েছে। এবার সেই নিয়েই মুখ খুললেন ভিকির ভাই সানি কৌশল। তিনি জানিয়েছেন বৌদি হিসেবে ক্যাটরিনা ঠিক কেমন , তার সাথে সাথে ক্যাটরিনার তাদের পরিবারে আগমন ঠিক কি কি পরিবর্তন এনেছে পরিবারের মধ্যে।

আরও পড়ুন: ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে সিঁড়ি হিসেবে ব্যবহার করে অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন’! বিস্ফোরক মন্তব্য ইন্দ্রানী হালদারের

ভিকির একমাত্র ভাই সানি বৌদি সম্পর্কে বলতে গিয়ে যে কথাটি ব্যবহার করেছেন, তাঁর বৌদি ভীষণ ‘কুল।’ তার সাথে সাথে ক্যাটরিনা যে একজন অত্যন্ত ভালো মনের মানুষ তাও তিনি প্রকাশ্যে বলেছেন। তিনি জানিয়েছিলেন, ‘একরাশ পজেটিভ এনার্জি নিয়ে এসেছে আমাদের বাড়িতে।’ এই কথার দ্বারাই প্রকাশ পেয়েছে কতোটা আপন করে নিয়েছে শ্বশুর বাড়ির লোকজনদের।

সানি জানিয়েছেন, দাদার সাথে সম্পর্কের আগে তিনি কেবল একজন তারকা হিসেবে ক্যাটরিনা কে চিনলেও বিয়ের পর মিশে বুঝতে পেরেছেন কতোটা ভালো মনের মানুষ ক্যাটরিনা। সবার সাথে সুন্দরভাবে মিশে যেতে পারেন।

বিয়ের পরবর্তী সময় সমস্ত রীতিনীতি মেনে গাজরের হালুয়া নিজের হাতে সবার জন্য করেছিলেন অভিনেত্রী যা খেয়ে সানি বলেছেন, বৌদি যে এত ভালো রান্না করতে পারবে তাও তাঁর জানা ছিলনা। সবমিলিয়ে বোঝাই গিয়েছে ক্যাটরিনার তাদের বাড়িতে যাওয়াতে পরিবার একেবারে খুশিতে ভরে উঠেছে সানির কথায় তাই প্রকাশ পেয়েছে।

প্রসঙ্গত বলা যায়, ভি ক্যাট কিন্তু নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে বিয়ের পূর্বে অত্যন্ত সাবধানী ছিলেন। একসাথে কোনো ছবি পর্যন্ত পোস্ট করেননি। সেই সম্পর্কে ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, পূর্বের সম্পর্ক গুলির ভাঙনের কারণেই সর্ব সমক্ষে তাড়াহুড়ো করে বিষয়টি নিয়ে আসতে চাননি ওই জুটি।

Related Articles

Back to top button