সানি প;র্ন স্টার ছিলেন জানতে পারলে তার সন্তানরা কী করবেন? চিন্তায় ঘুম উড়েছে সানি লিওনের!

বর্তমানে একজন বলিউড অভিনেত্রী হলেও সানি লিওনের শুরুটা হয়েছিল নীল জগৎ থেকে। তিনি প্রাথমিক পরিচিতি পেয়েছিলেন একজন পর্নস্টার হিসেবে, পরবর্তীতে বলিউডে অভিনয় শুরু করেন তিনি। একসময়ের নীল দুনিয়ায় দাপটের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রী নীল দুনিয়াকে পুরোপুরি বিদায় জানিয়ে ভারতে আসেন এবং বলিউডে কাজ করতে শুরু করেন। প্রথমদিকে বলিউডে তার কাজ করা এতটা সহজ না হলেও এখন ইন্ডাস্ট্রিতে সবাই তাকে এক নামে চেনে।
বর্তমানে তিনজন সন্তানের মা ‘জিসম ২’ খ্যাত অভিনেত্রী সানি। স্বামী সন্তান নিয়ে ভরা সংসার তার। তবু অতীতের থেকে মুক্তি পাওয়া অত সহজ নয় তার পক্ষেও। যতই আজ বলিউডের নাম করুন না কেন অতীত আজও তাকে তাড়া করে বেড়ায়। হ্যাঁ তিনি স্বেচ্ছায় নীল দুনিয়ার জগতকে বেছে নিয়েছিলেন আবার ঠিক তেমনি একদিন স্বেচ্ছায় নীল দুনিয়ার জগতকে টাটা করে নতুনভাবে ফিরে এসেছেন বলিউডে কিন্তু যতই তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিন না কেন অতীত কি তাকে অত সহজে ছেড়ে দেবে? তার সন্তানেরা বড় হয়ে যখন জানতে পারবে যে তার মায়ের অতীতের কর্মকাণ্ড সম্পর্কে তখন কি তারা সেটাকে মেনে নিতে পারবে এই একটু চিন্তায় দিনরাত কুরে কুরে খায় বলিউডে সানি লিওনকে।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে তিনি বলেন,“ আমার সন্তানরা যখন বড় হবে আমার অনেক কিছুই তাদের পছন্দ নাও হতে পারে। আর আমরা সবাই জানি সেটা কি। সঠিক আলোচনার মাধ্যমে ওরা কারনটা জানতে পারবে আর ঘরের বাইরে যে প্রশ্নগুলো উঠবে সেগুলোর উত্তরও দিতে পারবে।”
এর পাশাপাশি অভিনেত্রী জানান যে, তিনি নিজের ইচ্ছায় কাজটা করেছিলেন আর তার সন্তানরা নিজেদের ইচ্ছাকেই প্রাধান্য দিতে পারবে যতক্ষণ না তারা অন্যকে কোন ভাবে আঘাত করছে। তার এক ছেলে ইতিমধ্যেই ঠিক করে নিয়েছে যে সে বড় হয়ে দমকল কর্মী হতে চায়। তার আর এক সন্তানের আবার অন্য দিকে শখ। সাত বছর বয়সী নিশার আবার ব্যালে নাচ আর পিয়ানো বাজানোতে আগ্রহ। মা হিসেবে সানি তাদেরকে উৎসাহিত করেন এই দুটি বিষয়ে। তিনি তার সন্তানকে বলেছেন, সে যদি এই দুটো নিয়ে কেরিয়ার বানায় তা হলেও সারাবিশ্ব ঘুরতে পারবে নিজের যোগ্যতায়।
নীল দুনিয়ার বিখ্যাত পর্নস্টার সানি তার সন্তানদের যথেষ্ট সময় দেন। তাদের মতামতকে গুরুত্ব দেন আর তাদেরকে বড় করে তোলবার পিছনে তার অবদান অনস্বীকার্য। নতুন নতুন শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেন তিনি। শুধু একটি চিন্তা তার- তার সন্তানরা যখন জানতে পারবেন যে তিনি একজন পর্নস্টার ছিলেন তখন কি তারা সেটিকে মানতে পারবে?