বিনোদন

‘জ্বালাইয়া চান্দের ও বাতি’ থেকে এস ডি বর্মনের গানে মঞ্চ কাপাচ্ছে নদীয়ার প্রাঞ্জল! ট্রফি জেতার সম্ভাবনার তালিকায় উঠে আসছে বাংলার ছেলের নাম

প্রায় দু‌ইবছর পর আবার ‘সুপার সিঙ্গার’ এর সিজন ২ মুক্তি পাচ্ছে। এই সিজন কাঁপিয়ে দিচ্ছে বাংলার যে ছেলেটি তার নাম প্রাঞ্জল বিশ্বাস। মঞ্চে দোতারা হাতে যখন সে প্রবেশ করে তখনই দর্শকদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, আর তার গান দর্শকদের ভাসিয়ে নিয়ে যায় সুরের ভুবনে। তার গলায় ‘আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুরশিদ নিজের দেশে যাও…’গান শুনে দর্শক আবেগে আপ্লুত হয়ে উঠেছিল।

আরও পড়ুন: জলকেলিতে মত্ত কালো বিকিনিতে মধুমিতা সরকারের হট ভিডিও ঘুম কাড়লো নেটাগরিকদের! যৌবন যেন উপচে পড়ছে শরীর‌ থেকে

দোতারা হাতে কন্ঠ উজাড় করে সে যখন গাইতে শুরু করে, ‘আমায় ভাসাইলি রে ডুবাইলিরে’ তখন তার সুরের মূর্ছনায় হারিয়ে যেতে ইচ্ছা করে শ্রোতাদেরও। সুপারস্টার সিঙ্গারের সিজন ২ এর মঞ্চে এই ছেলেটির উপস্থিতি প্রথম থেকেই বাঙ্গালীদের মনে আশার আলো জ্বালিয়ে দিয়েছে, তবে কি প্রথম সিজনের মত দ্বিতীয় সিজনেও বাংলার ছেলেই ট্রফি জিতে নেবে? বাঙালির সমস্ত আশাভরসা যাকে ঘিরে সেই প্রাঞ্জল কে এর আগে স্টার জলসার রিয়েলিটি শোয়ের মঞ্চেও দেখেছে দর্শক। নদীয়ার এই খুদে বাউলের গানের জগতে প্রবেশের গল্পটা একদম অন্যরকম।

হারিয়ে যাওয়া সাইকেল খুঁজতে খুঁজতে ফকির বাবার সাথে আলাপ হয়েছিল প্রাঞ্জলের! সেই ফকির বাবারাই তাকে সুরের সাধনা করতে শিখিয়েছে তার হাতে তুলে দিয়েছে দোতারা। আজ সেই দোতারাই প্রাঞ্জলের সব সময়ের সঙ্গী। তাই সে যায় সারা জীবন গানের সাধনা করতে, বড় হয়ে আর অন্য কিছু হতে চায় না সে ফকির হওয়ায় তার লক্ষ্য। সুপারস্টার সিঙ্গার টু এর মঞ্চে প্রাঞ্জলের মেঠো বাউল সুর সকলকে মাতিয়ে রেখেছে।

আরও পড়ুন: লাজলজ্জা ভুলে বাবার সামনে বিকিনি পরে কেক কাটলো আমির খানের কন্যা ইরা! ছবি নিয়ে ছি ছি পড়লো চারিদিকে

প্রাঞ্জলের কথায়, জীবনে বাঁচতে হয়, মন খুলে বাঁচতে হয়। সম্প্রতি তার গলায় শোনা গেল জসীমুদ্দীনের “জ্বালাইয়া চাঁন্দের ও বাতি, আমি জেগে রবো সারারাতি গো।” এর পরেই গান গাইতে গাইতেই সে শুরু করে“ওহান কৌন হ্যায় তেরা” – আর ডি বর্মনের এই গান খুদে প্রাঞ্জলের গলায় রীতিমত সাড়া ফেলে দেয়। তার অভিনব পরিবেশনে মুগ্ধ হয়ে ওঠে সকলে। সবদিক মিলিয়ে বোঝা যাচ্ছে যে এই সিজনের সবথেকে আলোচিত এবং চর্চিত প্রতিযোগী হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছে নদীয়ার ছেলে প্রাঞ্জল। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিজনে প্রতিযোগীদের মেন্টরের ভূমিকায় থাকছেন, অরুনিতা কাঞ্জিলাল, পবনদ্বীপ রাজন, সায়লি কাম্বলে, দানিশ আর সালমান আলী। প্রাঞ্জলের মেন্টর সালমান আলী।

Related Articles

Back to top button