বিনোদন

মীরের সাথে একান্তে সময় কাটানোর জন্য জিমে ভর্তি হলেন স্বস্তিকা! স্বয়ং মীর তাকে অনুরোধ করেন যে তিনি অভিনেত্রীর সাথে সময় কাটাতে চান

মীরাক্কেলের মীরের অনুরোধ ফেলতে না পেরে স্বস্তিকা জিমে ভর্তি হলেন। মীর যে জিমে যান,সেই জিমেই ভর্তি হয়েছেন স্বস্তিকা। সেখানে শারীরিক কসরত করার প্রচুর ছবি তুলে সেগুলি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী তুলে ধরেন কেন তিনি আবার শরীর চর্চা করতে উদগ্রীব হয়ে উঠলেন? আর সেখানেই মীরাক্কেলের মীরের প্রসঙ্গ উঠে এসেছে। হ্যাঁ স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন বন্ধুত্বের খাতিরেই শরীর চর্চায় রাজি হয়েছেন তিনি! মীর আফসার আলি অভিনেত্রীকে বলেছিলেন যে, তিনি তার সাথে সময় কাটাতে চান। তাই তিনি অভিনেত্রীকে জিমে জয়েন করবার জন্য অনুরোধ করেন।

মীর আফসার আলীর অনুরোধ স্বস্তিকা ফেলেন কী করে? সেই অনুরোধ রাখতেই জিমে জয়েন করেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে মীর স্বস্তিকার সম্পর্ককে নিয়ে একটা গুঞ্জন ওঠে ,তবে অভিনেত্রীকে বা মীরকে এই নিয়ে প্রশ্ন করলে তারা বলেন তারা ভালো বন্ধু। সম্প্রতি এই ভালো বন্ধুকে নিয়েই মস্করা করলেন স্বস্তিকা।

স্বস্তিকা মুখোপাধ্যায় মস্করা করে জিমে জয়েন করার পাশাপাশি এই দিন আরো বলেন যে, তিনি জিমে গিয়ে ঠিক কী কী করেছেন এইদিন। স্বস্তিকা স্টেপ আপস, বার্ড ডগস করেছেন। জিম করবার সময় এই দিন একটি সাদা টি-শার্টের সাথে কালো থ্রি কোয়াটার প্যান্ট পরে ছিলেন অভিনেত্রী। শারীরিক কসরত করার ফলে যা ঘামে ভিজে যায়। তবে মীর এর পাশাপাশি আরও একটি কারণ আছে স্বস্তিকার জিমে জয়েন করার, তা হলো অর্জুন দত্তের আগামী ছবি। অর্জুন দত্তের আগামী ছবি ‘শ্রীমতি’তে স্বস্তিকার চরিত্রটি একটি আটপৌরে গৃহবধূর। চিত্রনাট্য অনুযায়ী শ্রীমতি ও একসময় নিজের ভোল বদল করেছেন জিমে গিয়ে। তাই চিত্রনাট্যের খাতিরে এবং একই সাথে বাড়তি মেদ ঝরানোর জন্য তিনি জিমে গিয়েছেন।

Related Articles

Back to top button