‘আমি যখন আয়নার দিকে তাকাই তখন একজন মাকে দেখতে পাই ‘ – মাতৃদিবসে মাতৃত্বের অনাবিল আনন্দ নিয়ে কথা বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

আজ, ৮ মে , মাতৃদিবস। সর্বত্র এই দিনটিকে উপলক্ষ্যে চলছে নানারকমের অনুষ্ঠানের আয়োজন। সেইসঙ্গে দিনটিতে মায়েদের একটু স্পেশাল ফিল করানোর জন্য সন্তানদের তরফে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা পোস্ট রয়েছে। মায়েদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার বিভিন্ন নায়িকারাও। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে নিজেদের মনের কথা ব্যক্ত করেছেন মায়েদের প্রতি। স্বস্তিকা মুখোপাধ্যায় সবদিন খোলাখুলি কথা বলতেই বেশি পছন্দ করেন। এবারেও তিনি এই মা হওয়ার জার্নিতে মায়েদের যে শারীরিক নানা পরিবর্তনের মধ্যে । এই বিষয় নিয়ে আগেও অভিনেত্রী কথা বলেছেন। তবে আজকের এই বিশেষ দিনে গায়ে থাকা স্ট্রেচ মার্ক এবং শারীরিক আকৃতির পরিবর্তন নিয়ে তিনি জানিয়েছেন, একজন মায়ের কাছে এগুলোই সবথেকে বড় প্রাপ্তি।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘এক শিশুকে আমার মধ্যে লালন করি। আমি একটা বাচ্চাকে বুকে নিয়ে শুয়েছি। বমি, তাঁর মলত্যাগ সবকিছু সামলে রাতের পর রাত চেয়ারে বসে জেগে কাটিয়েছি। আমার শরীর নিখুঁত নয়, দাগ ও চিহ্নে ভরা।
কিন্তু আমি যখন আয়নাযর দিকে তাকাই তখন একজন মাকে দেখতে পাই, এর চেয়ে বড় সম্মান বা আশীর্বাদ আর কিছু নেই। ‘ নিজের মাতৃত্বের স্বাদকে এভাবেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ব্যাখ্যা করেছেন সবার সামনে। তিনি গর্বিত একজন মা হিসেবে এই কথাই যেনো অনুরণিত হয়েছে তাঁর লেখনীর মাধ্যমে। একজন মা কে মা হওয়ার জন্য যে কঠিন দিনগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় তার জন্য প্রত্যেক মা কে এদিন তিনি স্যালুট জানিয়েছেন।
আরও পড়ুন: পরিবারে ঘটলো নয়া সদস্যের আগমন! ছবি শেয়ার করে আনন্দে আপ্লুত অভিনেত্রী শ্রাবন্তী
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নিজে একজন সিঙ্গেল মাদার। তাই তাঁর দায়িত্ব অনেক বেশি। একা হাতে ছোট থেকেই মেয়ে অন্বেষা কে মানুষ করেছেন তিনি। ২০০৭ সালে প্রমিত সেনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই মেয়েকে নিয়েই তাঁর একার সংসার। অভিনেত্রী নিজে তাই নিজের জীবনের সংগ্রামটা খুব বেশি করে উপলব্ধি করতে পারেন। প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে অভিনেত্রীকে নিজের মেয়েকে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে কতোটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল যেহেতু তিনি একজন সিঙ্গেল মাদার সেই কথা উঠে এসেছিল।
View this post on Instagram