বিনোদন

ক্যামেরায় ছবি তুলতে গিয়ে ছেলে তৈমুরের চোখে কি পড়লো সেদিকে নজরই নেই করিনা-সইফের! ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমালোচিত হলেন এই জুটি

এ কেমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন বলি অভিনেত্রী করিনা কাপুর এবং সইফ আলি খান! যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। বলিউডের এই নায়িকাকে চেনেন না এমন কেউ নেই। নিজের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব নিয়েই তিনি বেশ জনপ্রিয়। নিজের থেকে বয়সে অনেক বড়ো নবাব পুত্র সইফ আলি খানকে বিয়ে করেছিলেন তিনি। সইফের করিনা আগে অবশ্য অমৃতা সিং এর সাথে বিয়ে হয়েছিল। অমৃতা ছিল তার থেকে দশ বছরের বড়ো। এই দম্পতির দুই সন্তান ও রয়েছে, সারা আলি খান এবং ইব্রাহিম খান। তারপর করিনা কাপুরকে বিয়ে করার পরেও তাদের দুটি সন্তান হয়েছে। তৈমুর আলি খান ও জেহ।

তৈমুর জন্মের পর থেকে সে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছে। তার ফ্যান ফলোয়ার প্রচুর রয়েছে। একেবারে মা বাবার এই বয়সেই সেলিব্রিটি সে। তবে ছোট ছেলে জেহকে করিনা ও সইফ ক্যামেরার সামনে খুব একটা নিয়ে আসেনি এখনও পর্যন্ত। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন এই সেলেব দম্পতি। ভিডিওতে দেখা গিয়েছে একটি শপিং মলের থেকে বেরিয়ে আসছেন করিনা, সইফ এবং তৈমুর। সেখানে খুদেকে কয়েকটি বই কিনে হাতে নিয়ে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। পাপারাৎজিরা একসাথে পুরো পরিবারকে দেখেই আর দেরি না করে সাথে সাথে ক্যামেরা তাক করেছেন সবার দিকে।

ছোটো তৈমুর ও বেশ ভালোভাবেই বাবা মায়ের সাথে দাঁড়িয়ে পোজ দিছিল। হঠাৎই তৈমুরের চোখে কিছু পড়ে যায়। চোখ ডলতে ডলতে হাতে করে ছোট তৈমুর পোজ দেওয়া ছেড়ে দিয়ে বাবা সইফের পেছনে চলে যায়। করিনা জোর করে ছেলেকে ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করলেও সে আসতে চায়না। অবাক কাণ্ড হলো, করিনা ও সইফ ক্যামেরার সামনে পোজ দিতে এতোই ব্যস্ত ছিল তারা ছেলের চোখে কি পড়েছে সেদিকে দেখার সময়ই পায়না। অনেকক্ষণ ধরে চোখে কিছু পড়ে হওয়ার জন্য চোখ ডলে তৈমুর। কিন্তু বাবা মা কেউই ছেলের দিকে একটিবারের জন্যও খেয়াল করেনা। ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমালোচনার মুখে পড়েছেন এই দম্পতি। সবাই প্রশ্ন তুলেছেন, ক্যামেরায় পোজ দিতে গিয়ে কি ছেলের কথা ভুলেই গেলেন নাকি? ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Related Articles

Back to top button