‘সুস্মিতা আমায় জড়িয়ে ধরে বলেছিল ও আমায় ভালোবাসে, ওকে আর শ্রদ্ধা করতে পারছিনা’! সুস্মিতা-ললিতের প্রেম নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

সম্প্রতি সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের প্রেম কাহিনীতে। যদিও অনেকেই মনে করেছিলেন তাদের হয়তো বিয়ে হয়ে গেছে তবে দুজনেই সম্প্রতি জানিয়েছেন এখনো পর্যন্ত বিয়ে হয়নি তাদের। তবে এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা গেল জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিনকে, এদিন তিনি জানিয়েছেন একসময় সুস্মিতা সেনের সঙ্গে সামনাসামনি দেখা হয়েছিল তার।
এবং সুস্মিতা সেনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি। পাশাপাশি তাকে জড়িয়ে ধরে সুস্মিতা সেন ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন এমন দাবিও করতে দেখা গিয়েছে লেখিকাকে। তবে এদিন ললিত মোদির সঙ্গে সুস্মিতা সেনের প্রেম নিয়ে লেখিকা জানিয়েছেন এই সম্পর্কে কতটুকু প্রেম রয়েছে তা নিয়ে তার সন্দেহ রয়েছে। কারণ তিনি মনে করেন হয়তো ললিত মোদির টাকার কারণেই এই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন সুস্মিতা সেন।
কারণ হিসেবে তিনি জানিয়েছেন ললিত মোদী পুরুষ হিসেবে মোটেই আকর্ষণীয় নন। যে কারণে সুস্মিতা সেনের পাশে তাকে ভাবতে পারছেন না তসলিমা নাসরিন। পাশাপাশি ললিত মোদী বিভিন্ন রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত জেনেও কিভাবে সুস্মিতা সেন তার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তসলিমা নাসরিনকে।