“কালার্স বাংলার সবথেকে খারাপ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো এটা”, কালার্স বাংলার মহিষাসুরমর্দিনীর প্রমো তে সুপারস্টার ঋতুপর্ণা কে দেখেই ক্ষোভ উগরে দিলেন দর্শকেরা

সামনেই আসছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসব এর আগে পিতৃপক্ষের শেষ দিন ও মাতৃপক্ষের শুরুর দিন হয় মহালয়া। আর এই মহালয়ার পুণ্য তিথিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দেবী বন্দনা যেন এক ঘোরের সৃষ্টি করে প্রত্যেকটি বাড়িতে। তারপরেই শুরু হয় প্রত্যেকটি চ্যানেলে মহিষাসুরমর্দিনী নামে দেবী বন্দনা। সম্প্রতি এই দেবী বন্দনার অর্থাৎ মহিষাসুরমর্দিনীর প্রমো এনেছে কালারস বাংলা। আর সেই প্রোমো দেখি শুরু হয়েছে দর্শকের ক্ষোভ উগড়ানো।
কালার্স বাংলায় প্রকাশ করাই প্রমোতে দেখা যাচ্ছে এই বছরের মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। যদিও তার সাজসজ্জায় অপরূপ লাগছে অভিনেত্রীকে। আর তার সাথে সমানতালে দেওয়া হয়েছে ভিজুয়াল গ্রাফিক্স। এই প্রমো শেয়ার করে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “মহালয়ার পূণ্য প্রভাতে আসছে দেবী দুর্গার চিরন্তন মাহাত্ম্যের আড়ালে লুকিয়ে থাকা অজানা কাহিনী সঙ্গে নিয়ে দেবী দশমহাবিদ্যার রূপ শুধুমাত্র কালার্স বাংলার”। কিন্তু এতে শেষ রক্ষা হয়নি। দর্শকের দাবি যেখানে পায়েল দে, কালার্স বাংলায় সোনা রোদের গান গেয়েছে সেখানে তাকে বাদ দিয়ে ঋতুপর্ণা কিনা দেবী দুর্গা! কালার্স বাংলার এই সিদ্ধান্ত মোটেই পছন্দ করেনি দর্শকেরা।
আর তাই ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশনে। এই প্রমো সামনে আসতেই সেই প্রোমোর কমেন্ট সেকশনে গিয়ে একজন লিখেছেন, “ঠিকই আছে, দিন দিন দুর্গার বয়স হচ্ছে। আর কি করা যাবে বয়স্ক দুর্গা নিয়েই থাকতে হবে। রাজ্যে ভালো ডান্সের ভালো অ্যাক্ট্রেসের ঘাটতি পরেছে কিনা”, আবার আরেকজন দর্শক লিখেছেন, “কারিনা কাপুর কে নিতে পারত, যত্তসব আর কোনো শিল্পী ছিল না! পায়েল দে কে কত সুন্দর লাগে এই চরিত্রে” এছাড়াও, “কালার্স বাংলার সবথেকে খারাপ যদি কিছু থাকে তো সেটা হল এটা”
একজন নেটিজেন তো আবার লিখেছেন,“ চলে এলো কালারস্ বাংলার মহালয়ারর টিজার! পায়েল দে কে ছেড়ে ঋতুপর্না কিনা দুর্গা??কালে কালে আর কী দেখব গতবার জলসা পায়েল থাকা সত্ত্বেও ওকে নেয়নি, খুব খারাপ লেগেছিল,কিন্তু তাতে কী পায়েলের বদলে অত্যন্ত যোগ্য একজনকে নিয়েছিল।আর কালারস্ বাংলা নিজে থেকে হাসির খোড়াক হল। জাতীয় পুরস্কার পেলেই কেউ মা দুর্গার চরিত্রে পারফেক্ট হয়ে যায় না,সবচেয়ে বড় কথা ওনার মুখটাই তো দুর্গা সুলভ নয়”। এমনই আরো বহু দর্শক আছেন যারা কালার্স বাংলার এই সিদ্ধান্তে একদমই খুশি হননি।
View this post on Instagram