বিনোদন

জি বাংলার সারেগামাপা এ মঞ্চ গানে মাতিয়ে তুলল তানি-মুনি, যমজ বোনের নাম গুলিয়ে ফেলছেন বিচারকেরা, এমন অবস্থা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শক

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা। এই শোয়ে পারফর্মার হিসেবে এসেছেন তানি মুনি। একের পর এক অনবদ্য পারফরমেন্স দিয়ে দর্শকের মন জয় করছে যমজ দুই বোন। বর্তমানে ভাইরাল হয়েছে তাদের গানের ভিডিও। সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই দুই বোন।

দুই বোন একই রকম দেখতে। একই তাদের গানের গলা, নাচের ভঙ্গি। মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ডের বাসিন্দা তারা। দুই বোনের আসল নাম শ্রেয়া দত্ত এবং সৃষ্টি দত্ত। এই দুজন কেবল সারেগামাপা এর প্রতিযোগী হয়েই জনপ্রিয়তা পায়নি। এদের বয়স যখন মাত্র ৬ বছর তখন থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে দুই বোন মিলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের ট্যালেন্ট দিয়ে জিতে নিচ্ছে দর্শকের মন।

প্রথমে তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কিছু মিউজিক ভিডিও পোস্ট করে। সেগুলিও বেশ জনপ্রিয়তা পেয়েছেন নেটমাধ্যমে। তারপরেই এরা প্রতিযোগী হিসেবে যোগদান করে সারেগামাপা তে। শুধু পারফর্মার হিসেবে নির্বাচিত হয়ে এন্ট্রি নয়। নিজেদের অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে জিতে নিচ্ছে বিচারক থেকে দর্শক সকলের মন। এবারে গানের বাইরে আরো অন্য একটি বিষয় তাদের ভিডিও ভাইরাল হয়।

শ্রেয়া ও সৃষ্টি দুই বোন একই রকম দেখতে হওয়ায় বিচারকরা তালগোল পাকিয়ে ফেলছেন। বিচারকের হামেশাই গুলিয়ে ফেলেন কে তানি এবং কে মুনি! কখনো তারা তানিকে মুনি বলে বসেন আবার কখনো মুনিকে তানি। এমনই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে দর্শকদের হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার জোগাড়।

প্রসঙ্গত এ দুই বোনের অনবদ্য গানে মোহিত হয়ে আছে বিচারক থেকে দর্শক সকলে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে আর ডি বর্মনের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানেই পারফর্ম করতে দেখা যাবে তানি মুনিকে। আগামী ৩১ শে জুলাই ঠিক রাত সাড়ে নটায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।

Related Articles

Back to top button