বিনোদন

শাড়ির ফাঁকে খোলা পিঠ! বাংলা কাঁপানো নয়না গাঙ্গুলীর আসছে ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজের নতুন সিজন, ছবি পোস্ট করে সেই ইঙ্গিতই দিলেন অভিনেত্রী

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে হামেশাই দেখা যায়। বঙ্গ তনয়া হয়েও বেশিরভাগ সময় দক্ষিণী ছবিতে কাজ করেন তিনি। এখানে আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী নয়না গাঙ্গুলী কে নিয়ে। বাংলার ওয়েব সিরিজে আমরা তাকে দেখেছি অভিনয় করতে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’ এ অভিনয় করেছেন তিনি। তার অভিনয় সেই ওয়েব সিরিজে সকলেই মন জয় করে নিয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও হামেশাই লাইম লাইটে থাকেন অভিনেত্রী। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে।

ছবিতে নয়না কে টুকটুকে লাল রঙের একটি বেনারসি শাড়ি পড়ে দেখা গিয়েছে। পুরনো দিনের মহিলারা যেমন সাবেকি স্টাইলে শাড়ি পড়তেন ঠিক তেমনভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পড়েছেন অভিনেত্রী। সঙ্গে সাবেকি সাজ। নাকে নথ, গলায় সোনার চিক, হাতে শাখা, পলা, বালা, কপালে লাল টিপ, সিঁথিতে চওড়া করে সিঁদুর। ছবিতে ক্যাপশন রয়েছে ‘কিরণময়ী : লুক ওয়ান’। এই ছবিটি তুলেছেন সৌরভ মুখার্জী।

উল্লেক্ষ্য সৌরভ মুখার্জি হলেন ‘কাট্টাস এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থার কর্ণধার। এর আগেও আমরা চরিত্রহীন এর তিনটি সিজনে নয়না কে দেখেছি আমরা। তবে কি এই ছবি পোস্ট করে আগামী সিজনের ইঙ্গিত দিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই অভিনেত্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল। অসংখ্য মানুষ তার এই ছবির প্রশংসা করেছেন। ২০১৬ সালে প্রথম তেলেগু ফিল্ম ‘ভাঙ্গাভিটি’-র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন নয়না। এরপর ২০১৭ সালে হিন্দি ফিল্ম ‘মেরি বেটি সানি লিওনি বননা চাহতি হ্যায়’-এর মাধ্যমে বলিউড ডেবিউ ঘটে তাঁর। তবে এই ছবি বক্স অফিসে তেমন সারা ফেলতে পারেনি। এছাড়াও বেশ কয়েকটি হিন্দি ওয়েব সিরিজ ও দক্ষিণী ফিল্মে অভিনয় করেছেন নয়না।

 

View this post on Instagram

 

A post shared by Saurabh Mukherjee (@saurabh.mu)

Related Articles

Back to top button