এবারের হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে একটি হল বিগ বস। কয়েক বছর ধরেই টেলিভিশনের পর্দায় জনপ্রিয় এই রিয়ালিটি শো টি সম্প্রসারিত হয়ে আসছে এবং বাকি রিয়েলিটি শো গুলির মত এই রিয়েলিটি শো এর জনপ্রিয় দর্শকমহলে বিপুল। গত বছরই শেষ হয়েছে এই রিয়েলিটি শো এর ১৫তম সিজন। তারপর থেকেই দর্শকেরা অধির আগ্রহে অপেক্ষা করে আছে, কবে সিজন ১৬ তারা টেলিভিশনের পর্দায় দেখতে পাবে তার জন্য। দর্শকমহলে এই রিয়ালিটি শো এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাই দর্শকেরাও চাইছে খুব শীঘ্রই যাতে এই শো আবার শুরু হয়।
এবারে দর্শকদের জন্য একটি সুখবর রয়েছে। খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে বিগ বস সিজন ১৬। সম্ভবত আগামী অক্টোবর মাস থেকেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে চলেছে আগামী সিজন। সূত্রের খবরে জানা গিয়েছে জনপ্রিয় আরেকটি রিয়েলিটি শো ‘খাতরো কি খিলাড়ি’ শেষ হওয়ার পরেই বিগ সিজন ১৬ শুরু হবে। আর এই খবর পাওয়া মাত্রই সকলেই বেশ উত্তেজিত হয়ে পড়েছে আগামী সিজন দেখার জন্য। মাত্র কয়েকদিন আগেই এই শো এর সঞ্চালক সালমান খান নিজের আকাশ ছোঁয়া পারিশ্রমিকের দাবি করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। নিজের পারিশ্রমিক তিনগুণ বাড়িয়ে হাজার কোটি টাকার দাবি করেছেন সালমান খান।
প্রতিবছরই বিগ বস এর ঘরে উপস্থিত থাকে বিভিন্ন সেলিব্রেটি প্রতিযোগিতা। লড়াই, ঝগড়া, তর্ক,বিতর্ক নিয়ে জমে ওঠে বিগবসের প্রতিটা এপিসোড। জানা যাচ্ছে বিগ বস এর আগামী সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিতে চলেছে জনপ্রিয় এক বাঙালি অভিনেত্রী। যিনি দর্শকমহলে বেশ জনপ্রিয়। রূপে গুণে বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে সেরা দশে রয়েছেন তিনি। ভাবছেন কে সেই অভিনেত্রী? তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় ঋতাভরী চক্রবর্তী। গতকাল থেকেই সারা সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবর ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে বিগবসের তরফ থেকে ইতিমধ্যে অভিনেত্রীর কাছে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করার জন্য অফার গিয়েছে। কিন্তু অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী নিজে থেকে এই বিষয়ে এখন কোন মন্তব্য করেননি।