‘নাভিটা দেখালে আরও সুন্দর দেখাতো’! এবার লেহেঙ্গা চোলিতে হট অবতারে ধরা দিলেন অভিনেত্রীর শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেত্রীর লুক দেখে ঘুম উড়ে গেল পুরুষ ভক্তদের

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিছুদিন আগে অভিনেত্রী ৩৭ পূর্ণ করে ৩৮ পা রেখেছিলেন। তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই তার বয়স ৪০ এর দোরগোড়ায়। এখন রুপালি পর্দায় তাকে সব সময় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ থাকেন। হামেশাই তাকে বিভিন্ন ফটোশুটের ছবি আপলোড করতে দেখা যায়। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম একাউন্টে লেহেঙ্গা পড়ে একটি ছবি আপলোড করেছেন যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সমালোচনা এবং কটাক্ষ।
অভিনেত্রী ৩৮ বছর বয়সে এসেও যে এতটা সুন্দরী এবং রূপসী রয়েছেন তা সত্যি অবিশ্বাস্য। তাকে দেখে কেউ বলবেই না যে তার ১৯ বছরের সন্তান রয়েছে। এখনো বর্তমান সময় যে কোন অভিনেত্রীকে তিনি হার মানে দিতে পারেন নিজের রূপের জাদুতে। সম্প্রতি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম একাউন্ট e একটি ছবি পোস্ট করেছেন। যেখানে শ্রাবন্তীকে লাল রঙের লেহেঙ্গা চলি এবং ট্রান্সপারেন্ট ওড়না পড়ে দেখা গিয়েছে। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ইতিমধ্যে হাজার হাজার লাইক এবং কমেন্টসে ভরে গিয়েছে। নেটিজেনদের রাতের ঘুম উড়ে গিয়েছে শ্রাবন্তীর এই হট অবতারের ছবি দেখে।
খোলা চুল, ন্যুড মেকআপ ও লেহেঙ্গা চোলিতে শ্রাবন্তীর এই লুক দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে সকলের। বিশেষ করে শ্রাবন্তীর পুরুষ ভক্তরা ঘায়েল হয়ে গেছে শ্রাবন্তীর এই ছবি দেখে। অসংখ্য প্রশংসার পাশাপাশি জুটেছে কটাক্ষ। উল্লেখ শ্রাবন্তীর নাম এখন বেশিরভাগ সময় জড়িয়ে পড়ছে ব্যাবসায়ী অভিরুপ নাগ চৌধুরীর সাথে। জানি এখন হামেশাই সমালোচনা শিকার হন অভিনেত্রী। শ্রাবন্তী একাধিকবার বলেছে অভিরূপ তার বিশিষ্ট বন্ধু কিন্তু তার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু একাধিকবার অভিরূপের সঙ্গে নাম জড়িয়ে পড়েছে শ্রাবন্তীর। এমনকি অভিনেত্রী কদিন আগে মালদ্বীপ, দুবাই ভ্রমণে গিয়েছিলেন সেখানেও নাকি সঙ্গী হয়েছিলেন অভিরূপ।
View this post on Instagram