বিনোদন

রুদ্রনীলের ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাকারদের হাতে! কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিনেতার

সোশ্যাল মিডিয়ায় আজকাল ভীষণভাবে সক্রিয় থাকেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। কখনো সিবিআইকে পাশ কাটাতে এসএসকেএম-এ ভর্তি হওয়া অনুব্রত মন্ডলকে আক্রমণ শানাতে জয় গোস্বামীর কবিতাকে নিজের মতো করে বলেন, কখনো বা রাজ্যের সমসাময়িক পরিস্থিতিকে প্যারোডির মাধ্যমে তুলে ধরেন। এইবার তিনি নিজেই বিপদে পড়েছেন, নিজের ইনস্টাগ্রাম একাউন্টের দখল হারিয়েছেন তিনি। রুদ্রনীল স্বয়ং দাবি করেছেন যে, ইনস্টাগ্রাম একাউন্ট আর তার নিয়ন্ত্রণে নেই, হ্যাকারদের খপ্পরে পড়েছেন তিনি।

আরও পড়ুন: দিদি লতার মতো নাচছে খুদে! দেখেই কেঁদে ফেললেন ছোট বোন আশা!

রুদ্রনীলের অ্যাকাউন্ট হ্যাক করার পাশাপাশি হ্যাকাররা নাকি তার অ্যাকাউন্টটি ৭৫ হাজার টাকায় বিক্রি করতে চাইছিলো বলেও দাবি করেন রুদ্রনীল। এর পাশাপাশি জনসাধারণকে তিনি সতর্ক করেছেন যে, অজানা কোন লিঙ্কে যেন তারা ক্লিক না করে। ফেসবুকে এসে রুদ্রনীল পোস্ট করে জানিয়েছেন তার কথা, একই সঙ্গে শেয়ার করেছেন কিছু স্ক্রিনশট‌ও। রুদ্রনীল লিখেছেন, “আজ দুপুরে আমার ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম, ছবিও পেলাম যে, ব্লু টিক ভেরিফাইড একাউন্ট হ্যাকার ৭৫ হাজার টাকায় বিক্রি‌ও করার চেষ্টা করছে। দেখা যাক কি হয়!!! সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোন লিংকে ক্লিক করবেন না।”।

তিনি আরো জানিয়েছেন যে, তার ইনস্টাগ্রাম একাউন্ট এ সাম্প্রতিককালের করা দুটি পোস্ট হ্যাকাররা করেছে। রুদ্রনীলের কথায়,“ আজ দুপুর তিনটের পর আমার অ্যাকাউন্ট আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোন পোস্ট বা মেসেজ আমি করছি না। ইন্সট্রাগ্রাম আমার অ্যাকাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাবো। আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমায় আঁকা ছবি গিফ্ট করেছে। তার আগের দুটো ছবি আমার আর আবিরের, স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক আমি আজ পোস্ট করিনি। চিন্তা হওয়ারই কথা… তাই না!”

আরও পড়ুন: স্কুলে মারপিট করে নাক ও দাঁত দুটোই ভেঙেছিলেন রান্নাঘরের সুদীপা

রুদ্রনীলের এই ফেসবুক পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অভিনেতার এই বিপদের সময়েও অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি। কেউ লিখেছেন, “এটা নিয়ে একটা সিবিআই তদন্ত দাবি করুন।” কেউ আবার লিখেছেন, “ এত অনু মাধব বেনীমাধব করে শেষে কিনা দর উঠলো ৭৫ হাজার!”- তবে এই সকল কটাক্ষ, মশকরার পাশাপাশি বহু শুভচিন্তক মানুষ রুদ্রনীলকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। কিছু নেটাগরিক আবার ফেসবুক সহ বাকি সোশ্যাল মিডিয়ার বাদবাকি একাউন্ট গুলিকে কীভাবে নিরাপদ রাখা যায় তার উপায় ও বলেছেন অভিনেতাকে।

Related Articles

Back to top button