বিনোদন

কোয়েলের ফিটনেসের পিছনে গোপন রহস্য ফাঁস! জিমের আগে কী করেন কোয়েল?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নাটের গুরু দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। যদিও এর অনেক আগেই ‘সাথী’ ছবিতে ডেবিউ করার কথা ছিলো অভিনেত্রীর কিন্তু বাদ সাধলেন কড়া বাবা রঞ্জিত মল্লিক। মেয়ের পড়াশোনা শেষ হওয়ার আগে তিনি মেয়েকে অভিনয় জগতে প্রবেশ করাতে চান নি। এরপর কোয়েলের পড়াশোনা শেষ হ‌ওয়ার পর অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। প্রথম ছবিতে জিতের সাথে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর জিৎ, দেব, প্রসেনজিৎ সকলের সাথেই জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। বন্ধন, মানিক, সাত পাকে বাঁধা, শুভদৃষ্টি, বলো না তুমি আমার- এর মত একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন তিনি। এছাড়া গোয়েন্দা চরিত্র মিতিনমাসিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: কিশমিশে জুটি বেঁধে কাজ করার পরেই ব্রেক আপ দেব-রুক্মিণীর! সম্পর্ক ভাঙার কথা পোস্ট করে জানালেন রুক্মিণী

কিছুদিন আগে পরমব্রতর সাথে বনি ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।মাঝখানে ডান্স ইন্ডিয়া রিয়েলিটি শোতে বিচারক হয়েও এসেছিলেন। বর্তমানে অভিনেত্রীর বয়স চল্লিশের কোটায় তবে তাকে দেখে কে বলবে? এখনো তার গ্ল্যামার্স রীতিমতো ঈর্ষণীয়। সমকালীন সকল নায়িকারা তার সৌন্দর্য দেখে তাজ্জব বনে যান।

ছেলে কবীরের বয়স এক বছর হয়েছে সবে, বর্তমানে ছেলে স্বামীকে নিয়ে তার সুখের সংসার। তার মধ্যেও শরীরচর্চা ভোলেননি অভিনেত্রী। ৪০ বছর বয়সে এসেও ফিট থাকার জন্য রীতিমতো জিম ও যোগাসন করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই সক্রিয় তিনি। অনুরাগীদের সাথে নিজের নানান রকম মুহুর্ত শেয়ার করেন বিভিন্ন সময়। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন।

আরও পড়ুন: কিশমিশে জুটি বেঁধে কাজ করার পরেই ব্রেক আপ দেব-রুক্মিণীর! সম্পর্ক ভাঙার কথা পোস্ট করে জানালেন রুক্মিণী

পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তার জিমে বসে কিছু যোগাসন করছেন। পরনে তিনি জিমের পোশাক পরে আছেন আর তার চারপাশে ছড়িয়ে আছে ব্যায়ামের কিছু যন্ত্রাংশ। জিম করার আগেই যোগাসন সেরে ফেলছেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, “বহু বছর ধরে আমি লক্ষ্য করেছি যে জিম শুরু করার আগে ওয়ার্ম আপ ও স্ট্রেচিং এর গুরুত্ব। তাই ফিট থাকার জন্য নিয়মিত ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করুন।” পিঙ্ক টপে কোয়েলের এই ফিটনেস ভিডিও দেখে তার অনুরাগীরা তার প্রশংসা করেছেন। তার এই ফিটনেস-এর ভিডিও দেখে কে বলবে যে তার বয়স ৪ এর ঘরে আর তার এক বছরের একটি সন্তান রয়েছে! বর্তমান সময়ের যেকোনো অভিনেত্রীকে ফিটনেস এর ক্ষেত্রে তুড়ি মেরেই টক্কর দেবেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

Related Articles

Back to top button