বিনোদন

টলিউডের থেকে বলিউড বেশি সম্মান দিচ্ছে! বিস্ফোরক দাবি করলেন টোটা রায়চৌধুরী

টলিউডের সাথে বলিউডেও দাপটের সাথে কাজ করে চলেছেন টোটা রায়চৌধুরী। কিছুদিন আগেই টলিউড ইন্ডাস্ট্রির মানুষদের ঈর্ষাকাতর সমালোচনামুখর চরিত্র সম্পর্কে তিনি নিন্দা করেন। ‘টলিউড থেকে কম পারিশ্রমিকে অভিনেতাদের বলিউডে নিয়ে যাওয়া হয়’ দীর্ঘদিন ধরে টলিউডের অন্দরে চলা এই গুঞ্জনের বিরুদ্ধেও কথা বলেন তিনি। অভিনেতা বলেন, বলিউড থেকে শিল্পী নিলে বরং খরচা কম, কলকাতা থেকে শিল্পী নিয়ে গেলেই থাকা-খাওয়া মিলিয়ে খরচা অনেক বেশি, তবুও ওরা আমাদের ডাকেন কাজের মান দেখে।

আরও পড়ুন: ‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে শুরু হলেও শেষে কি তবে ছেড়েই দিলেন! বনি-কৌশানি মধ্যে বিচ্ছেদের গুঞ্জন!

চোখের বালির বিহারী চরিত্রে কাজ করা অভিনেতা বর্তমানে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির অন্যতম চরিত্র। ৪৫ বছর বয়সে এসেও তিনি ‘শ্রীময়ী’ ধারাবাহিকে রোহিত সেন এর চরিত্র করে মেয়েদের মুগ্ধ করে তোলেন, তার শারীরিক গঠন ফিটনেস রীতিমতো ঈর্ষণীয়। জানা যাচ্ছে খুব শীঘ্রই বড়পর্দায় ফেলুদা রূপে দেখা যাবে তাকে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবির মধ্য দিয়ে ফেলুদা হয়ে ফিরছেন টোটা রায়চৌধুরী। ফেলুদা হিসেবে তাকেই বেছে নেওয়ার জন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ‌ও জানান অভিনেতা।

ফেলুদা এমন একটি চরিত্র যার সাথে বাঙালির আবেগ জড়িয়ে আছে। সে কারণে এই চরিত্রটি করতে গিয়ে কেউ সফল হন, কেউ আবার ব্যর্থ হন। টোটার কাছে ফেলুদার চরিত্রটি স্বপ্নের মত। টোটা‌ যদিও এর আগে ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন তবে সেটা ওয়েব সিরিজ ছিল। এই প্রথম বড় পর্দায় ফেলুদা হবেন তিনি, স্বাভাবিকভাবেই জন্য তিনি আনন্দিত। তবে তার পাশাপাশি অভিনেতা এও জানিয়েছেন যে, টলিউডের তুলনায় বলিউড তাকে বেশি সম্মান দিচ্ছে।

আরও পড়ুন: ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে কবিগুরু রবীন্দ্রনাথের এক গভীর হৃদ্যতার কাহিনী অবলম্বনে পর্দায় আসতে চলেছে, ‘থিঙ্কিং অফ হিম’ ! ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে রবি ঠাকুরের চরিত্রে!

টোটা বলেন, তিনি যা কিছু শিখেছেন যা কিছু পেয়েছেন সবটাই টলিউডের দৌলতেই। তাই স্বাভাবিকভাবেই তার এই কথাটা বলতে খারাপ লাগছে তবুও এটা সত্যি যে বলিউডে সম্মানটা বেশি পাচ্ছেন তিনি, তবে তার আশা ভবিষ্যতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও তাকে বলিউডের সমান সম্মান দেবে।

প্রসঙ্গত উল্লেখ্য, করণ জোহর পরিচালিত নতুন ছবিতে রণবীর-আলিয়ার সাথে স্ক্রিন শেয়ার করছেন তিনি। এখানে টোটার সাথে বলিউডের রণবীর-আলিয়া ছাড়াও থাকছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। স্বাভাবিকভাবেই এতগুলো বড় তারকার সাথে কাজ করতে পেরে আনন্দিত হয়ে গিয়েছেন টোটা আপাতত পুরোদমে ছবির শুটিং চলছে বলেই জানান।তবে তার চরিত্রটি এই সিনেমাতে ঠিক কেমন তা তিনি খোলসা করে বলেননি দর্শকদেরকে। এখন সকলকে অপেক্ষা করাতেই উৎসাহী তিনি।

Related Articles

Back to top button