বিনোদন

প্রিয় নায়ক থালাপতি বিজয়ের ছবি দেখতে তামিলনাড়ুতে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে! দুই ইসলামিক স্টেটে ব্যান হলো এই ছবি

দক্ষিণী ছবির সব তাবড় তাবড় অভিনেতাদের মধ্যে দর্শকদের কাছে অন্যরকমের এক ক্রেজ রয়েছে থালাপতি বিজয় এর। যাঁর সম্পূর্ণ নাম হলো, জোসেফ বিজয় চন্দ্রশেখর। তবে তিনি ভক্তদের কাছে থালাপতি নামেই বেশি জনপ্রিয়।দক্ষিণ ভারতের মানুষের কাছে থালাপতির অন্যরকম জনপ্রিয়তা রয়েছে। রজনীকান্তের মত বড়ো তারকার পরেই তাঁরা একজন বড়ো তারকা হিসেবে একমাত্র বিজয় থালাপতিকেই সবথেকে বেশি মেনে থাকেন। তাহলে এর থেকে বোঝাই যায় অভিনেতার ছবির প্রতি মানুষের টান ঠিক কতটা হবে।

আরও পড়ুন: সোনু সুদের এখন নতুন পরিচয় রোডিজ স্টার হিসেবে, তবে জানেন কি বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ঠিক কত ?

দক্ষিণী সিনেমার অধিকাংশ বড়ো বড়ো পরিচালক থেকে শুরু করে প্রযোজকরা মনে করে থাকেন যে অভিনেতার ছবি মানেই সেই ছবি সুপারহিট হবেই এই কথা নিয়ে কোনো সন্দেহ নেই। ছবিতে বিজয়ের উপস্থিতি যেনো ছবির ভবিষ্যত টাই পাল্টে দেয় সম্পুর্ণ ভাবে। তাইতো যেকোনো আগামী ছবির ক্ষেত্রে পরিচালকরা বিজয়ের জন্য কোটি কোটির টাকা খরচ করতেও বেশি সময় নেন না। কিছুদিন আগে বিজয়ের অভিনীত ছবি বিস্ট সারা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে।

বিস্ট ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন, নেলসন দিলীপকুমার। ছবিতে বিজয়ের বিপরীতে অভিনেত্রী হিসেবে দেখা যাবে পূজা হেগড়কে। ইতিমধ্যেই ছবিটি বেশ কয়েকটি ভাষা যেমন, তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম, কন্নড় এইসব ভাষাতে মুক্তি পেয়েছে। ছবির বাজার যে বেশ ভালোই হবে বোঝাই যাচ্ছে। ছবিটি তৈরি করা হয়েছে একটি বিশাল অঙ্কের বাজেটের ওপর নির্ভর করে। প্রায় ১৫০ কোটি টাকা ছবিটির জন্য ব্যয় করা হয়েছে , যেখানে অভিনেতা বিজয় একাই নিয়েছেন ১০০ কোটি টাকা।

আরও পড়ুন: ‘আমার দু’জন বাবাকে নিয়ে আমি খুব খুশি’ – প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর স্ত্রী সংযুক্তার কটাক্ষে মুখ খুললেন অভিনেত্রী তৃণা সাহা

দক্ষিণী সিনেমার জগতে এমনই বরাবর খুব বিখ্যাত বিজয়। সেই কারণে তার ছবির প্রতি দর্শকদের একটি বিশেষ টান রয়েছে। ছবিটি রিলিজ করার আগেই দর্শকদের মধ্যে প্রবল উচ্ছাস চোখে পড়েছে। ১৩ এপ্রিল তামিলনাড়ুর প্রতিটি কোম্পানির এইচ আর বিভাগ গুলিতে কর্মীদের কাছ থেকে প্রচুর পরিমাণে ছুটির তালিকা জমা পড়েছে। ফলে বেশ কয়েকটি কোম্পানির তরফে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে কর্মীদের কথা ভেবে। আবার এমন খবর সামনে এসেছে, কিছু কিছু কোম্পানি কর্মীদের ফ্রি তে ছবি দেখার জন্য টিকিট ও দিয়েছেন। তবে তামিলনাড়ুতে ছবি নিয়ে ক্রেজ তৈরি হলেও ইসলামিক স্টেট গুলিতে এই ছবির বিষয়বস্তু নিয়ে কিছুটা বিতর্ক শুরু হয়েছে। এই ছবিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় থাকার কারণে পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বিতর্কে জড়িয়ে পড়ার দৃশ্য গুলি দেখার পর ইসলামিক স্টেট যেমন কুয়েতে এবং কাতারেও নিষিদ্ধ করা হয়েছে থালাপতি বিজয়ের এই ছবি যে কথা মানোবালা বিজয়বালান শেয়ার করে নিয়েছেন।

Related Articles

Back to top button